আমাদের কথা খুঁজে নিন

   

উইকিপিডিয়ায় বাংলার ইতিহাস এবং মাইনাস !

"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.। "

আজ চাকরিটা চলে গিয়েছে। কালকে বিকেলেই কতৃপক্ষ জানিয়ে দিয়েছে আমি আর তাদের সাথে কাজ করতে পারছিনা। আপরাধ একটাই আমি বাংলাদেশী। সৌদি আরবের মাটিতে বাংলাদেশীদের ভুবন ছোট হয়ে এসেছে অনেক আগেই।

কেন হয়েছে ,কিভাবে হয়েছে তার ইতিহাস বিস্তৃত। আমার কোম্পানি শত চেষ্টা করেও আমার স্পন্সরশিপ পরিবর্তন করতে পারেনি। কারণ এখানে বাংলাদেশীদের পেপার প্রসেসিং বন্ধ আছে। গত আড়াই বছরেও বাংলাদেশীদের বিরুদ্ধে নেওয়া অন্যায় ও বিমাতাসূলভ সিদ্ধান্ত থেকে সৌদি সরকার একচুলও নড়ে আসেনি। যদিও আমরা আমাদের প্রবাসী কল্যান মন্ত্রীর মুখে "সৌদি আরবের সব সমস্যার সমাধান হয়ে গেছে " এমন নির্লজ্জ মিথ্যাচার শুনেছিলাম অনেক আগে।

যাইহোক আমার কোম্পানী অনিচ্ছাস্বত্তেও আমাকে বিদায় জানাতে বাধ্য হয়েছে। কেননা আইনে স্পন্সরশীপ ছাড়া কোন কোম্পানীতে কাজ করা অবৈধ। স্বাধীনতার এই দিনে বাংলাদেশী হওয়ার অপরাধে চাকরী হারালেও আমার মনে এতটুকু দুঃখ নাই। বরং স্বাধীনতা দিবসের আনন্দে আমি বিভোর। আমি বাংলাদেশী হিসেবে গর্ববোধ করি।

রাতভর প্রিয় বন্ধুর সাথে অনলাইন আড্ডা দিলাম। উপচে পড়া ভালবাসায় দুজনে সিক্ত হয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে প্রিয় সঙ্গি ল্যাপটপটা খুলে বসলাম। ইউটিউবে কয়েকটা ৭১ রণাঙ্গনের ফুটেজ দেখলাম। এরপর উঁকি দিলাম সামুতে।

আমার পেইজে পত পত করে উড়ছে লাল সবুজের গর্বিত পতাকা। আনন্দ আর গৌরবে শিহরিত হয়ে উঠল মন। সামু কতৃপক্ষ কে মনে মনে ধন্যবাদ দিয়ে চোখ রাখলাম স্টিকি পোষ্ট টার দিকে। উইকিপিডিয়ায় বাংলার ইতিহাস ... আরো একবার আনন্দে উচ্ছ্বসিত হল হৃদয়। কিন্তু সহসায় সেই আনন্দে চিড় ধরল।

যখন দেখলাম এই পোষ্টেও কয়েকটা মাইনাস। কারা দিল এই মাইনাস? কি তাদের যুক্তি এই মাইনাস দেওয়ার পিছনে? উইকিপিডিয়ায় বাংলার ইতিহাস তাদের গাত্রদাহ হল কেন? এরা কোন রাজাকারের সন্তান রাজাকার? অন্তরে এরা আজও পাকিস্তান প্রীতি ধরে রেখেছে। ধিক এসব নরাধমদের। সামুর অভ্যান্তরীন রাজনীতিতে নিজেকে কোনদিন জড়াইনি। ইচ্ছাও নাই।

কোনদিন সামু কতৃপক্ষের কাছে কোন নিবেদন পেশ করিনি। কিন্তু আজ করলাম। রাগিবের স্টিকি পোষ্টে মাইনাস দেওয়া ব্লগারদের আই পি ট্র্যাক করা হোক। তাদের কে চিহ্নিত করে প্রকাশ্য্ দেশবিরোধী হিসেবে ঘোষনা দেওয়া হোক এবং সামু থেকে চিরতরে বহিস্কার করা হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।