আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমিকা খোঁজার জন্য উইকিপিডিয়ায় ফোন নম্বর দেয়া একটা চরম বুদ্ধি হইতে পারে কি কন?

I realized it doesn't really matter whether I exist or not. উইকিপিডিয়ায় নিজের নামে একটা পেজ খুলে সেখানে নম্বর দিয়ে দিলে মেয়ে পাওয়ার সম্ভাবনা কেমন? হুমম। মনে হয় সেইটা এক্সপেরিমেন্ট করার জন্যই জনৈক ভাই উইকিপিডিয়ায় পেজ খুলে বসেছেন। মেহেদি হাসান নয়ন নামের এই ভাই উইকিপিডিয়ায় তার করুণ ইতিহাসও তুলে ধরেছেন যাতে নিখিল বাংলার আপামর আপুমণিদের কারো মনে দয়ার উদ্রেক হয় আর তার ফোনে একটা মিসকল বা এসএমএস পাঠায়। আপডেটঃ উইকিপিডিয়ার পেজ যে কেউ সম্পাদনা করতে পারে বলে ইতোমধ্যেই লেখাটা নাই হয়ে গেছে। তবে ব্যাপক বিনোদনের অবশিষ্ট এখনো রয়েছে পোস্টের সাথে সংযুক্ত ছবিতে।

(এ শুধু বাংলা উইকিপিডিয়ায়ই সম্ভব। ) জনৈক Shanmugamp7 এর উদ্দেশ্যেঃ যে পেজ সবাই এডিট করতে পারে সেই পেজ দেখাতে আসিনি। আমি যখন পোস্ট করেছি (এবং স্ক্রিনশট নিয়েছি) তখন পেজটা মাত্র প্রকাশিত হয়েছে। ফ্রেশ কপি। তবে আপনার সঙ্গে তর্ক করার কিছু নেই।

আপনি যেই ছবি দিয়েছেন, তারপর আপনার সঙ্গে কথা বলার রুচি হারিয়ে গেছে। Shanmugamp7 নামের এই ইউজার অশ্লীল ছবি (আসকি ম্যাপ) দেয়ায় পোস্ট থেকে লিংক সরানো হলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।