আমাদের কথা খুঁজে নিন

   

উইকিপিডিয়ায় আমি

মাকসুদ

অনেকদিন হলো ভাবছি একটা ব্লগ লিখবো কিন্তু লেখা হয় না। তাই আজকে লিখতে বসেছি। আজকে ঠিক করেছি আমার উইকিপিডিয়ার অভিজ্ঞতার কথা লিখব। উইকিপিডিয়াতে আমি প্রায় দুইবছর ধরে আছি যদিও কেবল কয়েকমাস নিয়মিত লিখেছি বা বলা যায় উইকিপিডিয়াকে ধ্বংস করেছি। ==ইতিহাস== ===প্রাথমিক পর্যায়=== আমি যখন উইকিপিডিয়াতে লগইন করি তখন আমি এটা সম্পর্কে কিছুই জানতাম না।

পেপারে দেখেছিলাম যে উইকিপিডিয়া নামে নাকি একটা মুক্ত বিশ্বকোষ তৈরী হয়েছে। তাই আমি উৎসাহিত হয়ে এখানে একাউন্ড খুলি। কিন্তু তখনে উইকিপিডিয়ার একেবারে প্রাথমিক পর্যায় ছিল এবং আমার কাছে বাংলা লেখার জন্য অভ্র সফটওয়ার ছিল না। উইনিকোড ব্যবহারও আমার কাছে তখন অনেকটা নতুন। টেলিভিশনে লাল গোলাপ অনুষ্ঠানে বর্ণসফটের ডেমো দেখি এবং ঠিক করি সফটওয়ারটা ব্যবহার করব।

নেট থেকে বর্ণসফট নামিয়ে দেখলাম ভালই তো। এসময় আমি আরো কিছু সফটওয়ার নামাই, আলপনা, একুশে আর কিকি যেন মনে নেই। (আমি মনে প্রানে বিজয় সফটওয়ার ঘৃণা করি, এবং একেবারে প্রথমদিকে বাধ্য হয়ে কিছুদিন বিজয় ব্যবহার করেছিলাম এবং এর লেআউট আমার আজও মোটামুটি মনে আছে। [] অবশ্য আমার প্রথম ব্যবহার করা বাংলা সফটওয়ার প্রবর্তনা যেটির ফ্লপি আমার চাচা কিনে এনেছিলেন (পাইরেটেড নয় ))। সে সময়ই আমি আবার এমপিথ্রিতে গানের কথা ঢোকানো ও গান হওয়ার সাথে সাথে কথা দেখার সিস্টেম আয়ত্ব করেছি।

===দ্বিতীয় জাগরন=== তো আমি একাউন্ট খোলার বছর খানেক পর বোধহয় পেপারে দেখলাম রাগিব ভাই উইকিপিডিয়ার ব্যুরোক্রাট নির্বাচিত হয়েছেন। সেসময় দেখি বাংলা উইকিতে অনেক পরিবর্তন হয়েছে এবং এটা অনেক সমৃদ্ধ হচ্ছে। দেখে ভালই লাগলো এবং আমিও উৎসাহে লিখা শুরু করলাম। তাছাড়া ততদিনেতখন আমি অভ্র সফটওয়ার ব্যবহার করতে শুরু করেছি। যেহেতু আমি নতুন লিখতে শুরু করেছি তাই তখন বোকার মত গানের কথাও উইকিপিডিয়াতে আপলোড করে দিলাম।

কিন্তু আমি দেয়ার মিনিটখানেক পরেই বোধহয় রাগিব ভাই সংশোধন করে দিলেন যে গানের কথা দেয়া যাবে না। আমি তো হতবাক। তখন জানতাম না তারা আসলে উইকিতে এত নিয়মিত কাজ করছেন। যাই হোক এখান থেকে আমি আরো অনুপ্রানিত হলাম। পরে অবশ্য আর এই ভুল করিনি।

আমার উইকির দ্বিতীয় অধ্যায়ে আমি মূলত যেসব নিবন্ধ লিখেছি সেগুলো সবই ইংরেজি উইকি থেকে মেরে দেয়া। সেসময় আমি ম্যানচেস্টার ইউনাইটেড কে নিয়ে নিবন্ধ লিখতে শুরু করি এবং একটি বড় নিবন্ধ লিখে ফেলি। এছাড়া আমি মহা উৎসাহের সাথে এডিট কাউন্ট কিভাবে বাড়ানো যায় সে পাল্লা দেয়ারও চেষ্টা করি যদিও সেই প্রচেষ্টা সফল হয়নি। ===বিনা মেঘে বজ্রপাত=== উইকিপিডিয়ায় আমার দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটে বজ্রপাতের মাধ্যমে। জ্বি ঠিকই শুনেছেন বজ্রপাতের মাধ্যমেই।

এসময় আমাদের এলাকায় বজ্রপাত পড়ে ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক বিধ্বস্ত হয়। কোনো কারনে আমার পক্ষে তখন নতুন করে নেটের লাইন নেয়া সম্ভব ছিলনা। ফলে অনেকদিন আমি আর উইকিপিডিয়ায় লিখতে পারিনি। ===তৃতীয় মাত্রার সূচনা=== কয়েকমাস পরে আমি আবার নেট সংযোগ নেই। কিন্তু তখন উইকিতে আর লেখালেখি শুরু করিনি।

হটাৎ একদিন আমি আবার উইকিপিডিয়ায় ঢুকি এবং দেখি যে উইকিতে অনেক তথ্য যোগ হয়েছে। তাই আবার পুনরায় লেখা শুরু করি। এরপর থেকে আমি আমার পছন্দের কিছু নিবন্ধ নিয়ে মহা উৎসাহে কাজ করতে শুরু করি এবং আমার উইকি পেজটা ইংরেজি উইকি থেকে মেরে দেই। মনে হচ্ছিল এই ইনিংস আর শেষ হবে না। কিন্তু কয়েক মাসের ব্যবধানে এটির অবসান ঘটে।

===বজ্রপাত নয় এর থেকেও বেশি কিছু=== হটাৎ একদিন আমার এলাকায় বজ্রপাত না পড়লেও আমার মাথায় বজ্রপাত পড়ে। কারন এসময় হার্ডডিস্কে ব্যাডসেক্টরের কারনে আমার উইন্ডোজ ফুইটা যায়। ভাগ্যিশ লিনাক্স ইন্সটল করা ছিল। লিনাক্সে কোন মতে আমি আমার কাজগুলো সক্রিয় রাখতে পেরেছি। এসময় অবশ্য আগের মত নিবন্ধ লেখা পুরোপুরি বন্ধ হয়নি তবে অনেক কমে যায়।

থ্যাংকস টু অর্ণব ভাই, যিনি উইকিপিডিয়াতে অনলাইন কোন সফটওয়ার ছাড়াই বাংলা লেখার ব্যবস্থা করে দিয়েছেন। ===বর্তমান অবস্থা=== লিনাক্সে ফোনেটিক কিবোর্ড না থাকায় এবং অনলাইন সম্পাদন ধীরগতির হুওয়ায় আমার অনেক সমস্যা হচ্ছিল। কিন্তু গুগলে সার্চ দিয়েও লিনাক্সের জন্য ভাল কোন সফটওয়ার পাইনি। অভ্রটাও লিনাক্সে চলবে না। তাই একমাস মন্দের ভাল অনলাইন এডিট করেছি।

শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম নিজেই একটা বানাবো। লিনাক্সেই যেহেতু বানাবো তাই সিদ্ধান্ত নিলাম নতুন কোন ভাষা শিখে তাতে লিখি। তাই পাকনামি করে আমি পাইথন ভাষা শিখলাম এবং পাইজিটিকে (PyGTK) নামে গ্রাফিকাল উইজার ইন্টারফেস কিভাবে বানাতে হয় তা রপ্ত করলাম। উইকিপিডিয়ার জন্য অর্ণব ভাই জাভাস্ক্রিপ্টে ব্যবহারের জন্য যে ডিকশনারি বানিয়েছিলেন তা দিয়েই মূলত আমি একটি পঁচা গুই লিখলাম এবং আনন্দের সাথে লক্ষ্য করলাম যে আমি যা চাচ্ছিলাম তা হয়েছে। আমার মূল সমস্যা ছিল অনলাইনে স্পিড নিয়ে, মোটামুটি সেটা দূর হয়েছে কিন্তু একুরেসি কমে গেছে।

য-ফলা, সহ আরো কিছু কিছু যুক্তাক্ষর লিখতে এখনো সমস্যা হচ্ছে তবে তাও ইদানিং আবার লিখা শুরু করেছি। তবে কিছুদিন পরে আমি আমার পেশাজীবন শুরু করতে যাচ্ছি, দেখা যাক উইকিপিডিয়ায় আমি কেমন কাজ করতে পারি। ==কি ধরনের নিবন্ধ সম্পাদনা করি== আমার মনে যা চায় আমি তাই সম্পাদনা করি। যদিও অনেকে মনে করেন গুরুগম্ভীর বিষয় নিয়ে লেখা মানে হচ্ছে ভাল লেখা, আমি কিন্তু তা মনে করি না। আমার মতে, আমি যেহেতু নিজের পয়সা খরচ করে লিখছি, তাই উইকিপিডিয়াতে থাকার যোগ্য যে কোন বিষয়, যা আমার পছন্দ তাই নিয়েই আমি লিখব।

একারনে আমি তেমন গুরুগম্ভীর কোন বিষয় নিয়ে লিখিনি। আমার অধিকাংশ নিবন্ধই ভুয়া। আমি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ভক্ত এবং একারনেই এ ক্লাব নিয়ে উইকিতে অনেক বড় একটা নিবন্ধ লিখেছি। আমি হ্যারি পটার সিরিজেরও ভক্ত তাই এ বিষয়ে লিখেছি। ফুটবল ক্রিকেটেও আমার উৎসাহ আছে তাই তা নিয়েও লিখছি।

বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লীগ নিয়ে লিখছি। এছাড়া মাঝে মাঝে মিউজিশিয়ানদের নিয়েও লিখি, যেমন বব ডিলন, নেলি ফুরটাডো ও জন লেনন। মোদ্দা কথা আমি মূলত হালকা বিষয় নিয়েই লিখি। ==উইকিপিডিয়ায় আমার লক্ষ্য== আপাতত আমার লক্ষ্য হল উইকিপিডিয়ার প্রশাসক হওয়া। তবে মনে হয়না এ জিন্দেগিতে সেটা সম্ভব ।

আমার লক্ষ্য আরেকটা আছে সেটা হল নিজেকে ''ভাল কিছু করছি'' এই অনুভুতি দেয়া। ==সফল উইকিপিডিয়ান== আমার মত ছিচকে উইকিপিডিয়ানদের দিয়ে আসলে কিছ্‌ছু হবে না, বাংলা উইকিপিডিয়ার এপর্যন্ত আসার পিছনে যাদের অবদান আছে আমার মতে তারা হলেন অর্ণব ভাই আর রাগিব ভাই। এ দুজন নিরন্তর উইকিতে সময় না দিলে এটার যে কি হত আল্লা মালুম। এছাড়া ইদানিং মুহাম্মদ প্রচুর নিবন্ধ যোগ করেছেন। বেলায়েত নিয়মিত প্রশাসকের দায়িত্ব পালন করে গেছেন।

এছাড়া দায়ীন, মুনতাসির এরাও লিখছেন। বিশেষভাবে উল্লেখ করতে হয় তারিফ আজিজের কথা। ছেলেটা উইকিতে যথেষ্ঠ ভালবাসা দিয়েছে এবং উইকিতে আজাকি নামে একটি নতুন সেকশন খুলিয়েছে। যদিও সে ইদানিং বাংলা উইকিতে লিখছে না, তবে মনে হয় ইংরেজি উইকিতে তার কর্মযজ্ঞ থেমে নেই। ==ব্যর্থতা== এই উইকির কিছু ব্যর্থতাও রয়েছে।

যেমন এর ৯৫% নিবন্ধই সম্পাদনা করেছেন কেবল মনে হয় গোটা দশ/বারোজন উইকিপিডিয়ান। অর্থাৎ এর তেমন প্রসার হয়নি বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে। আমি নিজেই কাউকে উইকিপিডিয়ায় নিয়মিত লিখাতে পারিনি। সবারই একই কথা ''কি লাভ?'' আরেকটি ব্যর্থতা হচ্ছে বাংলা উইকিপিডিয়াতে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের অনাগ্রহ। জানিনা কেন এই অনাগ্রহের সৃষ্টি হয়েছে, তবে নিশ্চিতভাবেই অনাগ্রহ রয়েছে।

==সবশেষে== শত প্রতিকূলতা সত্ত্বেও (আমি অবদান না রাখা সত্ত্বেও ) বাংলা উইকিপিডিয়া এগিয়ে চলেছে এবং বাংলা ভাষার সবচেয়ে বড় তথ্যভান্ডার রুপে দিন দিন নিজেকে প্রস্ফুটিত করছে। ==বহিঃসংযোগ== বাংলাউইকিতে আমার ইউজার আইডি হচ্ছে : "[wjsK=http://bn.wikipedia.org/wiki/user:Maksud]"। আমার আলাপ পাতায় আপনাদের আমন্ত্রণ রইলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।