আমাদের কথা খুঁজে নিন

   

লোডশেডিং হবে দুই ঘণ্টা করে... (আম্মাআআআআআআ.... )

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

প্রথম আলো, ২৬/০৩/২০১০ আজ থেকে আর এ কথা বলার কোনো সুযোগ কারও থাকবে না যে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে।

কিংবা প্রতিদিন আট-দশবার করে লোডশেডিং হচ্ছে। কারণ, বিদ্যুত্ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে লোডশেডিং করা হবে একটানা দুই ঘণ্টা করে। এরপর চেষ্টা করা হবে টানা দুই ঘণ্টা বা আরও বেশি সময় বিদ্যুত্ সরবরাহের। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়ার পর গতকাল সন্ধ্যা থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের নতুন সময়সূচি কার্যকর করা শুরু হয়েছে। ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানির (ডেসকো) কুড়িলের একজন গ্রাহক গতকাল সন্ধ্যা সাতটায় এক ঘণ্টা লোডশেডিংয়ের পরও বিদ্যুত্ না পেয়ে স্থানীয় ডেসকো কার্যালয়ে টেলিফোন করলে সেখানে কর্তব্যরত ব্যক্তি তাঁকে এই নতুন সময়সূচির কথা জানান।

এরপর ঢাকার অন্যান্য এলাকা থেকেও একই খবর পাওয়া গেছে। লোডশেডিংয়ের নতুন এ সময়সূচিতে কী সুবিধা হবে, জানতে চাইলে গতকাল রাতে বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এতে লোডশেডিংয়ের ‘ফ্রিকোয়েন্সি’ (বারবার হওয়া) কমবে। বিদ্যুত্-পরিস্থিতি কেমন, জানতে চাইলে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে কিংবা দিনে আটবার হচ্ছে, এটা বলতে হবে না। বলা যাবে, তিনবার কিংবা চারবার হচ্ছে। মো. আবুল কালাম আজাদ আরও বলেন, এক ঘণ্টা পর পর লোডশেডিং হলে ফ্রিজের জিনিসপত্র নষ্ট হওয়া বা আইপিএস চার্জড না হওয়ার যে সমস্যা দেখা দেয়, তা থাকবে না।

সর্বোপরি, সেচ এলাকায় এক ঘণ্টা পানি সরবরাহ করলে দেখা যায় যে পুরো মাঠ সমানভাবে পানি পাচ্ছে না। টানা দুই ঘণ্টা লোডশেডিং করেও পরে যদি সেখানে একটানা অন্তত দুই ঘণ্টা বিদ্যুত্ দেওয়া যায়, তাহলে এই সমস্যাও থাকবে না। এসব ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে এ ব্যবস্থায় আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সমস্যা আরও বাড়বে বলেই মনে করেন অভিভাবকেরা। কুড়িলের ওই গ্রাহকসহ কয়েকজন গতকাল লোডশেডিংয়ের নতুন সময়সূচির কথা জানার পর প্রথম আলোকে এই আশঙ্কার কথা বলেন।

========================== "ঘন ঘন লোডশেডিং"-এর কি এই সমাধান? লোডশেডিংয়ের সময় বাড়ায়া "ঘন ঘন" শব্দটাকে বাদ দেয়া!!! (ছবিঃ আমারব্লগ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.