কুষ্টিয়ায় সদর থানা পুলিশ গতকাল সোমবার রাতে চরমপন্থী সন্দেহে এক স্কুলছাত্রীকে আটক করেছে। তার নাম অনন্যা ইসলাম ওরফে জুঁথি (১৬)। সে হাউজিং গার্লস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আজ মঙ্গলবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিএ হালিম প্রথম আলোকে বলেন, গতকাল রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, গণমুক্তিফৌজের অন্যতম নারী ক্যাডার অনন্যা ইসলাম শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় অবস্থান করছে।
ওই সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। রাতেই তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
সিএ হালিম আরও বলেন, সে আড়াই বছর ধরে চরমপন্থী গণমুক্তিফৌজের নারীসদস্য হিসেবে অস্ত্র আদানপ্রদান ও মাদক ব্যবসা করে আসছে।
অনন্যা চরমপন্থী দলের সঙ্গে জড়িত জেনে তার পরিবারের সদস্যরা ৯ মার্চ তার বিরুদ্ধে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে বলেও পুলিশ জানায়।
এদিকে আটক অনন্যা সাংবাদিকদের বলেছে, সে কোনো চরমপন্থী দলের সঙ্গে জড়িত নয়।
সে আরও বলেছে, মাদক সেবনের অভিযোগে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। মাদক সেবন করে কি না, জিজ্ঞেস করা হলে সে বিষয়টি এড়িয়ে যায়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।