..............................
কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রলীগের বাধার মুখে দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেছে সম্মান প্রথম বর্ষের মৌখিক পরীক্ষা। এ সময় ছাত্রলীগের কর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন দুই সাংবাদিক। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক দুজন হলেন—প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান ও বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে কলেজের লাইব্রেরি ভবনে প্রথম বর্ষের দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষা শুরু হয়।
কিন্তু পরীক্ষা শুরুর পরপরই ছাত্রলীগের ৪০-৫০ জন নেতা-কর্মী এসে পরীক্ষা বন্ধ করে দিয়ে ভবনের প্রধান ফটক আটকে দিয়ে সামনে অবস্থান নেয়। এ সময় শিক্ষকেরাও ভেতরে আটকা পড়েন।
ওই দুই সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেয়। একপর্যায়ে সাংবাদিকেরা আটকেপড়া শিক্ষকদের সঙ্গে কথা বলতে ভেতরে ঢোকেন। ছাত্রলীগের কর্মীরা তখন ওই কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং সাংবাদিকদের মারধর করে।
একপর্যায়ে সাংবাদিকেরা ফোনে পুলিশ সুপার শাহাবুদ্দিন খানের কাছে সাহায্য চাইলে পুলিশ সুপার সাত-আটজন পুলিশকে ঘটনাস্থলে পাঠান। ছাত্রলীগের কর্মীরা পুলিশের সামনেও সাংবাদিকদের মারধর করে।
পরে স্থানীয় অন্যান্য সাংবাদিক ও আরও পুলিশ এসে দুই সাংবাদিককে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এম এ রকিব বলেন, চার শিক্ষক মিলে মৌখিক পরীক্ষা শুরুর পরই ৪০-৫০ জন ছাত্র এসে পরীক্ষা বন্ধ করে দেয়। তারা শিক্ষকদের ভেতরে আটকে রাখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।