আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে বহিষ্কার



একজন সাংবাদিককে মারধর করার সঙ্গে জড়িত থাকায় ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬ মার্চ দিবাগত রাতে কাজী নজরুল ইসলাম হলে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িত থাকায় কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মাসুম ও পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রবিউল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য এবং পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদুল হক ও তৃতীয় বর্ষের ছাত্র সমীর চন্দ্র পালকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এনামুল হক খন্দকার ওরফে শুভ ও পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কাউসার আহমেদকে এক বছরের জন্য আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে কোর্স সমাপ্তির পর তাঁদের প্রত্যেকের চারিত্রিক সনদপত্রে এ শাস্তির কথা উল্লেখ করা হবে। প্রসঙ্গত, ১৬ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে একদল ছাত্র দৈনিক সমকাল-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জয়দেব দাসকে তাঁর হলের কক্ষে গিয়ে মারধর করে। অচেতন অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরের দিন জয়দেবপুর থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। আসামিদের মধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.