কোথাও হারিয়ে যেতে চাই
আমি চাই মানুষের সাতে মিশতে
মানুষ কে ভালোবাসতে
মানুষের সাতে চলতে
মানুষ কে সাতে নিয়ে দূর্বার
আন্দোলন গড়ে তুলতে।
মনের এইসব ভাবনা গুলোকে
পারিনা প্রকাশ করতে
জানিনা কোন ওদেখা শক্তি
আমাকে বলে এসব থেকে দূরে থাকতে।
আমিতো কোন সাধারণ যুবক নই
অথবা কোন অশিক্ষিত যুবক
অথবা কোন নাম না জানা গ্রহের
অথবা কোন দেশের
যে দেশের নাম শুনিনি কেউ কখনো।
আমিতো বসবাস করি বিশ্বের উন্নত একটি দেশে
পড়া শুনা করি বিশ্বখ্যাত ইউনিবার্সিটিতে
তুবুও কেন আমি পারি না
আমার ভাবনা গুলোকে বাস্তবে রুপ দিতে।
কেন পারিনা?
সে উত্তর আমার জানা নেই হয়তো
অথবা আছে
তুবুও আমি মানুষ আর আমি মানুষকে ভালোবাসি
হয়তোবা আমার এ ভালোবাসা কেউ জানবে না কখনো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।