আমাদের কথা খুঁজে নিন

   

ডিজি + টাল=ডিজিটালhttp://www.somewhereinblog.net/gui/newposttop.jpg

নামে আছি কামে নাই। ছাত্র হইয়া আছি পড়ায় নাই।

আমরা সত্তিকার ভাবে নিজেকে প্রতিষ্টা করবো নাকি সেই ব্রিটিশ আমলে যে গোলামী করে এসেছি তা নিজেদের গলায় মালা বানিয়ে তার এ ধ্যান করবো। এই মাত্র আমি প্রথম আলো পত্রিকা তে জাফর ইকবাল স্যার এর "ডিজটাল টাইম" শিরোনাম টি পরলাম এবং এতদিন ধরে যা লিখবো লিখবো ভাবছি তা লিখার সাহস টি পেলাম। আমি সরকারের(শুধুমাত্র শিক্ষামন্ত্রীর) কিছু কিছু জিনিস আছে তা খুব ভালো লাগে যেমন পরালেখার ক্ষেত্তে সৃজনশীল ব্যবস্থা।

কিন্তু বাকি জিনিস গুলু একেবারে খিছুরি ছারা আর কিছু মনে হয় না(যদিও এগুলু নামেই খিছুরি)। গত বছর সরকার যখন ডিজিটাল সময় সিস্টেম চালু করে অন্য সবার মত প্রথমে আমিও একটু আতকে উঠি। কিন্তু ৩মাস পর সরকার যখন তা বদলিয়ে নেয় তখন আরো সবাই খুশি হলেও আমি হয় নি । কারন তখন আমার কাছে তা এক অভ্যস্ততা তে পরিনত হয়। তাছাড়া আমি সহ সবাই মটামটি সকারের সিদ্ধান্ত মেনে নেয়।

কিন্তু তখন তারা কুন প্রয়োজন ছাড়া আবার এনালগ এ নিয়ে জায়। এবং ২মাস যেতে না যেতেই আবার সেই ডিজিটাল সময়! আমার প্রশ্ন হল যদি এই ডিজিটাল টাইম করে যদি বিদ্যুত সাশ্রয় করা যায় তবে এনালগে সময় এনে বিদ্যুত নষ্ট করার কি প্রয়োজন ছিলো? আমি জানি আমার এই লেখাটি ফালতু কাজে লিখছি , কিন্তু তা কি এইচ,এইচ,সি, পরীক্ষাথীর জন্য ও কি? তারা এখন পড়ালেখা করবে মন খুলে। টেন্সন যা করবে সব পরীক্ষা নিয়ে। কিন্তু যদি সত্তিই এই সময় বেছে নেয়া হয় তবে তারা এই টেন্সিওন করবে যে সময় সঠিক কুন সময়ে পরীক্ষা শুরু হবে তাই নিয়ে। এতে অবশ্যি তাদের পড়ালেখা এত বিঘ্ন ঘটবে।

তাছাড়া আমরা যারা পন্ডিট ক্যাটাগরির ঘুম প্রিয় মানুস তারাও যে কস্ট পাব তা নিয়ে সন্দেহ নেই। আমি বলতে চাই যে সরক্র যদি বুজে যে ডিজ়িতাল সময় সেট করলে সত্তিই বিদ্যুত সাশ্য্য হয় তবে তা চিরস্থায়ী কারুক । তবে হয়ত বা বিদ্যুত সাশ্যয় হবে তারি সাথে সাথে আমরা যারা এজি এবং বিজি কাজে ব্যস্থ তারাও এক গন্ডিতে থেকে নিজের কাজ করতে আনন্দ পাবো। বি.দ্র.- যদি সরকারি কূনো টাইম গবেশক লেখাটি পরে তাখেন তবে একটু চিন্তা করে দেখুন তো আপনি তো পন্ডিত মানুস । অবশ্যি আপনার ঘুমাতে অনেক রাত হয়।

তাই যদি একটি সথিক টাইম সারা বছরের জন্য বেছে নেয়া হয় তবে আমাদের মতো আপনার ও উপকার হবে। একটু চিন্তা করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.