আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গীয় কথোপকথন................

হাউকাউ পার্টি

অনেক দিন ধরে একটি শিশু পৃথিবীতে জন্ম গ্রহণ করার জন্য অপেক্ষা করছিল স্বর্গে। একদিন সে ঈশ্বরের কাছে জানতে চাইলো, "সবাই বলাবলি করছে আপনি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছেন। কিন্তু আমিতো এখনও অনেক ছোট, আর পৃথিবীর কাউকে আমি চিনি না। ওখানে কারো সাহায্য ছাড়া আমি কিভাবে বাচবো?" ঈশ্বর বললেন "এটা নিয়ে চিন্তার কিছু নেই। অনেক এঞ্জেলের মধ্যে আমি তোমার জন্য একজনকে পছন্দ করে রেখেছি।

সে খুব আগ্রহের সাথে তোমার জন্য অপেক্ষা করছে, সেই তোমার যত্ন নেবে। " কিন্তু' শিশুটি বললো" স্বর্গেই তো আমি খুব ভাল আছি। এখানকার একটু হাসি আর গানই আমাকে অনেক সুখি করে রেখেছে"। ঈশ্বর বললেন "পৃথিবীতে তোমার এঞ্জেল প্রতিদিন তোমার জন্য গান গাইবে। তুমি তোমার এঞ্জেলের ভালবাসা অনুভব করতে পারবে আর সীমাহীন আনন্দ পাবে।

" তখন তার আবার মনে হলো " আমিতো পৃথিবীর লোকের ভাষা বুঝি না, তারা যখন আমার সাথে কথা বলবে, আমি কিভাবে সেটা বুঝবো?" "এটা তো কোন ব্যাপারই না, ঈশ্বর বললেন। তোমার এঞ্জেল তোমাকে ধৈর্য্য আর যত্নের সাথে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মিষ্টি ভাষায় কথা বলা শিখাবে। " এ কথা শুনার পরে সে কিছুক্ষণ ঈশ্বরের দিকে তাকিয়ে থেকে জানতে চাইলো, "যখন আমার আপনার সাথে কথা বলতে ইচ্ছা করবে, তখন কি করবো?" ঈশ্বর স্মিত হাসি হেসে বললেন" এঞ্জেল তোমার হাত দুটি একসাথে করে তোমাকে প্রর্থনা করা শিখাবে। " "আমি শুনেছি পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, তাদের কাছ থেকে কে আমাকে রক্ষা করবে?" শিশু খুব করুণ স্বরে জানতে চাইলো। ঈশ্বর তখন দু' হাতে তাকে জড়িয়ে ধরে বললেন " ভয় পেয়োনা।

তোমার এঞ্জেল তোমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে, যদি এতে করে তার জীবনও হুমকির মধ্যে পরে;তাও সে পিছপা হবে না। " এই সময়ে পৃথিবী থেকে সরোগোল শোনা গেল, শিশুটিও বুঝতে পারলো তার পৃথিবীতে আসবার ঘনিয়ে এসেছে। সে অস্থির হয়ে বললো..." ওহ আমার যাবার সময় হয়ে এসেছে, তারাতারি আপনি আমার এঞ্জেলের নামটা বলুন"। ঈশ্বর বললেন " তার নামটা জানা খুব জরুরী বিষয় নয়........................................ তুমি শুধু তাকে 'মা' বলে ডাকবে। " একটা মেইলে পেয়েছিলাম এটা।

অনুবাদটা তেমন ভাল হলো না। তবে যখনই এটা পড়ি,গলার কাছে কি যেন দলা পাকিয়ে ওঠে। চোখটা কেনো যে ভিজে যায় বুঝিনা!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.