তাশফী মাহমুদ
"এই রকম নির্যাতনের ছবি সহ্য করার ক্ষমতা আমাদের সকলের আছে।
পাকিস্তানি সেনাবাহিনীর ইসলাম রক্ষার অপারেশন সার্চ লাইট নামের মহাপবিত্র এই নির্যাতনে 'ইসলাম ধর্ম' রক্ষার কোন মহাজাগতিক ঐশ্বরিক ক্ষমতা খুজে পাচ্ছি না।
মহান নিজামী, গোলাম আজম এখনো হুংকার দিয়ে বেড়ান, এই দেশে যুদ্ধাপরাধী নাই।
আজিব, এত নির্যাতন ও অত্যাচার সহ্য করি বলেই হয়তো এখনো আমাদের দেখতে হয়, পুজনীয় গনতান্ত্রিক লেবাসধারী দলগুলো 'ধর্ম ব্যবসায়ী'দের সাথে রাজনীতি করে।
একদিকে নারী নেতৃত্ব হারাম বলে বমি করে ধর্ম ব্যবসায়ীদের দল, অন্যদিকে কন্যা-স্ত্রীদের দলের সাথে নেংরা রাজনীতি করে।
-
ধর্ম ব্যবসায়ীদের দাবি তারা কোন অপরাধ করে নাই।
আসলেই তো তারা কোন অপরাধ করে নাই।
সাচ্চা মুসলমান হিসেবে পাকিস্তানি সামরিক বাহিনীর ভাইদের মনোরঞ্জনের ব্যবস্থা করেছে মাত্র। "
(৭১ এর পাকিস্তানি বীর সন্তান নিয়াজী, ইয়াইয়া, ভুট্টোদের যেমন শান্তির মৃত্যু হয় নাই, তেমনি 'ধর্ম ব্যবসায়ী'রা প্রস্তুত হউন। আসিতেছে সেই শুভ দিন।
)
-
-
"আমার এক ভিন্ন রাজনৈতিক আর্দশের বন্ধু এই ছবিতে অশ্লীলতা খুজে পাচ্ছে।
আমার পক্ষ থেকে আসলেই কিছু বলার নাই।
আমার জন্ম যখন অশ্লীল তখন আমাকে শালীনতা শেখানোর যখন স্বয়ং রাম লক্ষন এলেও আমার জন্ম: আমার মতই হবে।
-
শালীনতা শিখার জন্য পাকিস্তানে যেতে হবে।
পৃথিবীর সবচেয়ে অবৈজ্ঞানিক রাষ্ট্র হচ্ছে পাকিস্তান।
পৃথিবীর বিভিন্ন দেশে জাতি-গোত্র ব্যবস্থা আছে।
পাকিস্তানিদের সতন্ত্র কোন জাতি পরিচয় আছে নাকি???
-
আমার জন্ম হতে পারে হয়তোবা অশ্লীল, আমি আমার জন্ম পরিচয় জানি চিনি, কিন্তু ওদের জন্ম কই কিভাবে ওরা কেউ জানে?
আমার জন্ম পরিচয়ে আমি গর্বিত, আনন্দিত। এই জন্ম হাজার বছরেও কেউ পাবে না।
-
কোন পাকিস্তানি আমাকে এই প্রশ্ন করে না। আমার ফেইসবুকে ৫/৬ জন পাকিস্তানের নাগরিক আছে, তারা কিছু বলে না।
-
বলে কারা???
আমার/আপনার মতই দেখতে বাংলা ভাষায় কথা বলে, আমার সাথেই একই নোংরা রাস্তায় চলাফেরা করে: আর আমাকেই বলে 'এই অশ্লীলতা কোন ধর্মে আছে'!!
-
বুঝি না: ধর্ম প্রচার ও রক্ষার নামে যুদ্ধ করতেই হবে, নারী ধ্বর্ষণ করতেই হবে। কই লেখা আছে???
-
মহানবী (সা মক্কা বিজয়ের পর তার সাহাবীরা একজন নির্দোষ নারী পুরুষের দিকে তাকানোর সাহস পায় নাই।
হনুমান লংকা পুড়িয়ে ছিল কোন নারীকে ধর্ষণ করেছিল??
আলেকজান্ডারের সেনা বাহিনীর ভারত আক্রমনে কোন নারীকে ধর্ষন করেছিল কি না তা ইতিহাসে নেই।
-
মুসলমানদের ইতিহাসে পাকিস্তানই প্রথম মনে হয় 'ইসলাম রক্ষা'র নামে এই ধরনের স্বর্গীয় মানবিক আচরন করেছিল। "
--------------------------------------------------------------------------------
সুত্র- ফেসবুক,Rayaan Hasan ,একা পাখি
--------------------------------------------------------------------------------- ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।