আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রভাত মহামান্য ব্লগারমণ্ডলী

মুক্তস্বর

ইবনুস সাবীল মানে পথের মানুষ। পথে পথে থাকি। হাঁটি। হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে নিজেকে হারিয়ে ফেলি।

আবার হাঁটি। উদ্ভ্রান্তের মতো হাঁটি। সে জন্যে ব্লগ লেখার সময় পাই না। মাননীয় ব্লগারমণ্ডলী, আজ একটু সময় পেলাম অবসর। আজ আমি হাঁটবো না।

কোথাও যাবো না। আজ আমি আপনাদের সঙ্গে পরিচিত হবো। আড্ডা দেবো। আসুন, করি কোলাকুলি। কথা বলি খোলাখুলি।

অহ্, খোলাখুলি কথা বলায় আবার সমস্যা আছে কিনা কে যানে। ব্লগে দেখি আবার অনেকে খুলে ফেলেন একটু বেশি! তাই হয়তো গলাগলির বদলে শুরু হয়ে যায় গালাগালি। না, গালাগালি নয়, আমরা গলাগলি করবো। হাত ধরাধরি করে দাঁড়াবো। এক কাতারে।

দেবো আর দেবো, মেলাবো মিলিবো। সুন্দরের সম্মিলনে। আর লিখতে ভাল্লাগছে না। পথে চলে যেতে ইচ্ছে করছে। পথ আমাকে টানছে।

আমি পথিক। পথেই বাসা। তাই ফিরে ফিরে পথেই আসা। সুপ্রভাত মাননীয় ব্লগারমণ্ডলী!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।