আমাদের কথা খুঁজে নিন

   

জীবন ও কবিতা সমার্থক

মোহিনীরা স্বভাবে নির্মম। আর যারা ভালোবাসে তারা শুধু নিজেদের আত্মার ক্রন্দনে ক্লিষ্ট হয়-পূর্নেন্দু পত্রী

জীবন ও কবিতা সমার্থক আমি শব্দজালে বেঁধে রাখতে চাইছি আবেগ আমি জানাচ্ছি আমার অস্তিত্বের কথা; আমার শব্দ করে কেঁদে ওঠার কথা আবার কান্না ভুলে যাওয়ার অনেকদিন পর নতুন করে কাঁদতে শেখার বৃত্তান্ত। আমি বলছি প্রথম প্রেম প্রেম অনুভূতির কথা প্রেমিকার টোলপড়া চোয়ালের কথা বৃষ্টিতে একসাথে ভিজে যাওয়ার কথা; আমি শুনছি বিচ্ছেদ ও টানাপোড়েন অশ্রু বিসর্জনের গভীরতম শব্দ। আমি ক্রমাগত শব্দের পর শব্দ সাজিয়ে চলেছি শব্দে শব্দে সঞ্চারিত করছি আবেগ ও ভালোলাগা ছড়িয়ে দিচ্ছি হাসনাহেনা ও রজনীগন্ধার সুঘ্রাণ; আমার কবিতায় এসে আশ্রয় নিচ্ছে দুরন্ত শৈশব প্রবল উন্মাদনা নিয়ে যুক্ত হচ্ছে যৌবন কোন বয়োঃবৃদ্ধ এসে শুনিয়ে যাচ্ছেন তার ভূয়োদর্শনের সুদীর্ঘ ইতিহাস। আমার পঙতির শরীরে ঢুকে যাচ্ছে খাল বিল নদী সমুদ্র শহর বন্দর গ্রাম ; আমি মুড়িয়ে নিচ্ছি জীবন ও বাস্তবতা কালো কালির বিশুদ্ধ মলাটে । আমি নির্মান করে চলেছি সভ্যতা আমি বলছি সংস্কার ও সংস্কৃতির কথা, জীবনের অর্থ খুঁজতে যাওয়া ক্ষ্যাপাটে ছেলেটার কথা। অথবা কিচ্ছু না বোঝা পথশিশুটিকে আমি টেনে নিচ্ছি কবিতায় একসাথে দাঁড়িয়ে পাড়ি দিচ্ছি জীবনের বিপরীত স্রোত; আমি বিদ্রোহ করছি অন্যায়ের বিরুদ্ধে হিংস্রতার বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে আমি বলছি, সময় সংক্ষিপ্ত বলেই পরস্পরকে ভালোবাসতে শেখা উচিত। আমার কারখানায় উৎপাদিত শব্দেরা জানে জীবনে বিচ্ছিন্নতাবোধের কী দুঃখ ! একাকীত্বের যন্ত্রনা কতোটা দুঃসহ ! জীবনের বাঁকে শব্দ বর্ন ও গন্ধের তীব্রতা; আমি কখনো সহজ আবার কখনো দুর্বোধ্যতম শব্দপ্রয়োগে খুলে চলেছি হৃদয়ের কপাট। আমার পঙতির শরীরে শুধু ভালোবাসার ঘ্রাণ আমি স্বেচ্ছায় দায় নিয়েছি ভালোবাসার; কেননা ভালোবাসা ও কবিতা সমার্থক কেননা কবিতা ও পূর্নতা সমার্থক এবং আমি জেনেছি, প্রত্যেকটি জীবন গভীর আবেগে লেখা একেকটি দীর্ঘ কবিতা। ( জীবন ও কবিতা সমার্থক, ১৬/০৮/২০১৩, রাতঃ ৪টা ১২ )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.