আমাদের কথা খুঁজে নিন

   

স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

এক কৃষক তার স্ত্রীকে নিয়ে বাজারে গেছে মুরগি বিক্রি করতে। ৮৫টি মুরগির বিনিময়ে তারা একটি ঘোড়া ও একটি গরু পাবে।

ওদিকে ৫টি ঘোড়ার সমান হলো ১২টি গরু। 'জন', বলল স্ত্রী, 'আমরা যতোগুলো ঘোড়া নেব ভেবেছি সেগুলো নিয়ে চলো। তা হলে গোটা শীতকালে আমাদের শুধু ১৭টি ঘোড়া আর গরুকে খাওয়ালেই চলবে। ' 'আমাদের আরো বেশি গরু থাকা দরকার ছিল', জবাবে কৃষক বললো। 'তা ছাড়া আমরা যে গরুগুলো এনেছি তা যদি দ্বিগুণ করতে পারি তাহলে আমাদের মোট গরু ও ঘোড়ার সংখ্যা দাঁড়াবে ১৯টি, আর ওগুলোর বিনিময়ে বাণিজ্য করবার মতো যথেষ্ট মুরগিও আমাদের আছে।

' ঐ অজপাড়াগাঁয়ের অশিক্ষিত লোকগুলোর বীজগণিতের সাথে পরিচয় নেই, তারপরও তারা ঠিকই হিসাব কষে বের করতে জানে কতোগুলো মুরগি তাদের ছিল এবং কতোগুলো ঘোড়া এবং গরু তারা পাবে। এখানে যে ডাটা দেয়া হয়েছে তা থেকে বের করতে হবে কৃষক এবং তার স্ত্রী কতোগুলো মুরগি নিয়ে বাজারে গিয়েছিল। সূত্র : অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা হাসান খুরশীদ রুমি সবগুলো ধাঁধা ও কুইজের লিংক : স্যাম লয়েডের ধাঁধা : মুরগির ব্যবসা একটি জটিল পাটিগণিতীয় ধাঁধা বাচ্চাদের পাজ্‌ল; বড়রা কতোটুকু পারদর্শী? বুদ্ধিমানদের জন্য ধাঁধা জটিল কুইজ : ক্রিকেট আর ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগী দলগুলোর স্থান নির্ধারণ এবার একটা ক্রিকেটিয় কুইজ অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক একটি পাটিগণিতীয় ধাঁধা তৈলাক্ত বাঁশ ও বানরের পাটিগণিত। প্রাইমারি লেভেলের এই অংকটি এখন কি কষতে পারবেন? চেষ্টা করে দেখুন পারেন কিনা একটি ধাঁধা, যার উত্তর মিলাতে পারছি না বহুদিন ধরে এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য গোলক ধাঁধা ধাঁধা নয়, প্লিজ উত্তর দিন স্যাম লয়েডের ধাঁধা : তিনটি রুমাল এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য (রিপোস্টপুঞ্জ) আরেকটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ একটা পুরনো ধাঁধা, দেখুন তো কতোটুকু সহজ সবগুলো ধাঁধা ও কুইজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.