এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
এখানে আত্মীয়তা বিষয়ে একটা অদ্ভুত ছোট প্রশ্নের মজাদার উত্তর। রহিম চাচা ঢাকা শহরে তার বোন মালকা বানুকে দেখতে গিয়েছিল।
তারা দুজনে একত্রে গ্রিন রোড দিয়ে হাঁটছিল। এক পর্যায়ে তারা ল্যাব এইডের কাছে এলো। রহিম চাচা তার বোনকে বললো, 'আমরা আরো সামনে হাঁটার আগে আমি কিছুক্ষণ এই হসপিটালে অবস্থানরত আমার অসুস্থ ভাগ্নের খোঁজখবর নিয়ে যেতে চাই। '
'ভালো কথা', মালকা বানু বললো, 'তবে আমার কোনো অসুস্থ ভাগ্নে আছে বলে দেখি না, আমি বাড়ি চলে যাচ্ছি। আমরা আজ বিকেলে মার্কেটিং করার জন্য এলিফ্যান্ট রোডে যাবো।
'
প্রশ্ন হলো : মালকা বানুর সাথে ঐ রহস্যময় ভাগ্নের সম্পর্ক কী?
সূত্র :
অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা
হাসান খুরশীদ রুমি
ধাঁধা নং ১৮ (ঈষৎ পরিবর্তিত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।