বাপতুলে কেউ খোটা দিলে
গায়ে আসে জ্বর
ডান্ডা নিয়ে পোষাক(পুলিশ) দাঁড়ায়
কাঁপুনী থরথর।
পাঁচটা বছর বাপের নামে
নিন্দা সবাই ছাড়ো
তবেই ফাঁসীর কাষ্ঠ থেকে
জিন্দা থাকতে পারো
আইনের নামে আদালতে
একটা বাক্স রাখা
স্পিকারের(সাউন্ডবক্স) কাজ করে সে
কন্যার আদেশ মাখা।
আদালতের দোহাই পেরে
জিয়ার নাম বন্ধ
ইচ্ছেকরে কেউকি বাড়ায়
রাজনৈতিক দ্বন্দ্ব?
ওপার থেকে ওরা (ইন্ডিয়া) বলে
ওদের(বিরোধীদের) নামাও রাস্তায়
এই মুহূর্তে মারতে পারো
সহজ এবং সস্তায়।
একরপর এক ইস্যুতে তাই
গরম গরম রাজপথ
বিরোধীদল খতম করার
এটাই দাদার হিকমত।
তাই বলিরে গাধা তোরা
বাপের কথা ছাড়
ধার করে কী পাওয়া যাবে
অন্য কারও ঘার?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।