সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..
লুৎফুর রহমানের ছড়ার বই 'তেল মারো' পাওয়া যাচ্ছে ১০৪ নং স্টলে
ঘুম পাড়ানোর নয় বরং ঘুম তাড়ানোর ছড়া নিয়ে তুখোড় ছড়াকার লুৎফুর রহমান হাজির হয়েছেন পাঠক দুয়ারে। এবারের বইমেলায় সাহিত্যকাল থেকে প্রকাশিত হয়েছে তার ৪র্থ ছড়া্গ্রন্থ 'তেল মারো' ।
বইটি একুশে বইমেলায় ছায়াবিথী স্টল নং ১০৪ তে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে থেকে কেনা যাবে।
সমাজের নানা অসঙ্গতি, দেশের চলমান রাজনীতি, যুদ্ধাপরাধ, প্রবাসীদের ভাবনাসহ দেশের সামগ্রিক প্রেক্ষাপট বন্ধি করেছেন বইয়ের মলাটে। মাসিক মুকুল সম্পাদক লুৎফুর রহমান দুবাইতে বসবাস করেন। ২০১১ সালে তার প্রথম ছড়াগ্রন্থ "স্বপ্নবালিকা' বের হয়। ২০১৩ সালে গণহত্যাবিষয়ক ছড়ার বই" লাল-সবুজের ছড়া, বিয়ানীবাজারে গড়া' এবং খাঁটি সিলেটী ভাষার ছড়ার বই 'সুরমা ফারর ছড়া' বের হয়। সবকটি বইটি পাঠকদের মাঝে আলোড়ন তৈরী করে।
'তেলমারো' বইটিও দেশের আপামর জনতার ভাবনার প্রতিফলন ঘটাবে বলে তিনি আশাবাদী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।