আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে পুলিশবহরে রকেট হামলায় নিহত ৬

শুক্রবার গভীর রাতে পেশোয়ারের কাছাকাছি সিন্ধু মহাসড়কে এ হামলা চালানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর ভাষ্যমতে, কোহাট জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা (ডিপিও) দিলাওয়ার বাঙ্গাশ পেশোয়ার থেকে গাড়িবহর নিয়ে জেলা শহরে ফিরছিলেন। বহরটি সিন্ধু মহাসড়কের মাত্তানি এলাকার দারা আদমখেল এলাকায় একটি তল্লাশি চৌকির কাছাকাছি পৌঁছামাত্রই জঙ্গিরা আরপিজি রকেটের সাহায্যে বহরটিতে হামলা চালায়। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রকেটের আঘাতে বহরের একটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে ঘটনাস্থলেই চার পুলিশ নিহত এবং ডিপিও ও তার গাড়িচালকসহ তিনজন আহত হন। এরপর হামলাকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয় যা মধ্যরাতের পর শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল।

ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। কয়েকটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, আহত গাড়িচালক ডিপিওকে নিয়ে গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে সরে কোহাটে চলে আসেন। এখানে আসার পর দুজনকেই স্থানীয় একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাতের পরপরই পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে পাঁচটি লাশ ও আহত আরো তিনজনকে নিয়ে আসা হয়। মধ্যরাতে ডিপিও’র গাড়িবহরে জঙ্গি হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে পেশোয়ার পুলিশ।

ডিপিও’র হাতে আঘাত লেগেছে বলে জানিয়েছেন তারা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.