আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাফিক ডিজাইনারদের জন্য প্রয়োজনীয় কিছু লিংক

নিতান্তই আজাইড়া মানুষ আমি।

অ্যাডভারটাইজিং এর জ্বরে ভুগছে সারা পৃথিবী। এই উত্তাপ বাংলাদেশকেও করেছে উষ্ঞ। আগে নাটকের ফাঁকে ফাঁকে দেখানো বিজ্ঞাপণগুলো দেথলেই বিরক্তিতে কপাল কুচকে যেত। আর এখন? কথনো কখনো বিজ্গাপনগুলো মুল অনুষ্ঠানের চেয়েও বেশি আকর্ষণীয় মনে হয়।

এ সবই হয়েছে গ্রে, এশিয়াটিক, এডকম, কজিটো, ধানসিঁড়ির মত অসংখ্য অ্যডভারটাইজং ফার্ম এর কারণে। এই ফার্মগুলো ভোক্তাদের রুচিবোধ বাড়িয়ে দিয়েছে। এইসব ভালোমানের কাজ যে ডিজাইনাররা করে থাকে অথবা যারা ফ্রি ল্যান্সার হিসেবে স্বাধীনভাবে শৈল্পিক কাজ করে তারা সবসময়ই নিজেদের আপ টু ডেট রাখতে চায়। কখন বুঝবো আমরা ভালো কাজ করছি? যখন উন্নত দেশগুলোর বিখ্যাত কাজগুলোর কাছাকাছি কাজ আমরা করবো। তাই বর্তমান ধারাকে ভালোভাবে চেনার জন্য ইন্টারনেটে ঘাঁটার বিরাম নেই।

আমি এমন অনেক সাইট খুঁজে পেয়েছিলাম য়েখানে কাজে লাগার মত অনেক লিংক এর সন্ধান দেয়া থাকে । তবে সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সত্যিই সময়সাধ্য ব্যাপার। তাই আমি কাজের সুবিধার জন্য কিছু লিংক এর তালিকা ভাগ করার চেষ্টা করেছি। আশা করি এটা আপনাদের সময় বাঁচাবে। অনুপ্রেরণা দেওয়ার মত কিছু সাইট: স্ম্যাসিং ম্যাগাজিন http://adsoftheworld.com/ http://www.coloribus.com/ http://www.adforum.com/ প্রতিযোগীতামুলক সাইট: http://www.worth1000.com/ http://99designs.com/ ফ্রী ডাউনলোড করার সাইট: http://www.freevectors.net/ http://www.vecteezy.com/ http://123freevectors.com/ http://www.turbosquid.com/ http://www.freepik.com/ প্যাকেজিং লে আউট এর সাইট: http://www.thedieline.com/ বিভিন্ন ভালো টিউটোরিয়ালের সাইট: http://www.videocopilot.net/ http://www.smashingmagazine.com/ http://www.tutorialized.com/ Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.