আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ক্রিকেট খেলা - এ্যা গ্রাফিক প্রেজেন্টেশন

মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !! প্রথমে স্বাভাবিক ভাবে খেলা শুরু হয়। এরপর টপ অর্ডারের ২টা ব্যাট্সম্যান চরম কিছু শট খেলে। বা বোলাররা ধুমধাম ২/৩টা উইকেট নিয়ে ফেলে। তখন আমাদের মনে, এই ম্যাচটা আমাদের। আজকে জিতবো।

পুরা টিম মাথায় তুলে আমরা নাচি.... এরপর শুরু হয় ট্রান্সফরমারঃ ফল অফ দ্যা রাইসেন (Rise Of The Fallen না!) টপ অর্ডারের ব্যাট্সম্যান বাজে শট খেলে আউট। এরপর এক ডিজিট রান করে টানা ৫/৬টা ব্যাট্সম্যান আউট। শুরু হয় ফেসবুকে খিস্তি খেউর। আশরাফুল দলে থাকলে ওরে গালি দেই। ও না থাকলে "ও দলে নাই কেন" বলে নির্বাচকদের গালি দেই।

এরপর হঠাত করে আশা জাগায় শেষের দিকের বোলাররা। সেরকম স্ট্রাইকরেটে ধুম ধারাক্কা ৪/৬ মেরে বেশ রান করে। অথবা অনেকক্ষন রান করতে থাকা কারো উইকেট তুলে নেয়। আমরাও হাততালি দেই জিতে গেলাম বলে। আশায় বুক বাধি।

শাবাশ বাংলাদেশ বলে ফেসবুকে ম্যাতকার করি। আশায় বুক বাধার আগেই খেলা শেষ হয়ে যায়। আমরা স্ট্যাটাস দেই - ব্যাপার না। নেক্সট টাইম ফাটিয়ে দিবো!! কিন্তু এভাবে আর কয়দিন?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.