আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাফিক ডিজাইন প্রসঙ্গ...

শিল্প,সাহিত্য,সংস্কৃতি ও ডিজাইন

কে যেন বলেছিলেন এক অদ্ভুত উটের পিঠে চলেছে বাংলাদেশ। কিন্তু তার চেয়েও অদ্ভুত এদেশের মানুষগুলো। হোক শিক্ষিত কিংবা মুর্খ, দরিদ্র কিংবা বিত্তশালী। প্রতারণা, মিথ্যা, সুবিধাবাজী আর জুচ্চুরি ছাড়া মানুষগুলো যেন আর কিছুই চোখে দেখে না। যে কোন শহরে গেলে প্রায়ই দেখবেন চোখে পড়ছে বড় বড় সাইনবোর্ড কিংবা বিল বোর্ড।

এখানে গ্রাফিক্স ডিজাইন শেখানো হয়। তিনমাসের কোর্স। ফি মাত্র.... টাকা। গ্রাফিক ডিজাইন শিখুন; উন্নত ভবিষ্যত গড়ুন। নিঃসন্দেহে একটি আকৃষ্টকর আহবান।

একজন সাধারণ ছাত্র-ছাত্রী কিংবা শিক্ষাথী এক বিজ্ঞাপনেই কুপোকাত। কথা বলছি গ্রাফিক ডিজাইন সম্পর্কে। বাংলাদেশে গ্রাফিক ডিজাইনের চর্চা কোথায় হয় কারা করান এরকম প্রতিষ্ঠান আদৌ আছে কি, কিংবা থাকলে কোনগুলো? আমি জানতে বহু চেষ্টা করেছি। পাইনি। তবে অনেক লিফলেট বা পোস্টার দেখি।

অমুক মালিট মিডিয়া,অমুক একাডেমীতে গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ কোর্স চলছে। যোগাযোগ করে দেখি তারা গ্রাফিক ডিজাইন নয় গ্রাফিক্স ডিজাইন শেখাচ্ছেন। এর মধ্যে এডবি ফটোসপ, এডবি ইলোস্ট্রেটর, কোয়ার্ক একপ্রেস, কোরেল ড্রও অন্যান্য অ্যাপ্লিকেশন শেখাচ্ছেন। এবং কোস শেষে যথারীতি গ্রাফিক্স ডিজাইনের উপর সার্টিফিকেট প্রদান করছেন। আমার প্রশ্নএই সফটওয়ারগুলো গ্রাফিক ডিজাইন হলো কিভাবে? এগুলো যদি গ্রাফিক ডিজাইন হয় তা হলে ডেক্সটপ পাবলিকেশনস বা ডি.টি.পি কোন টি? গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়গণ দয়া করে বলবেন কি গ্রাফিক ডিজাইন ও ডি.টি.পির মধ্যে তফাৎ আছে কি? যদি থাকে তা হলে আপনারা কেন গ্রাফিক ডিজাইনের কথা বলে ডি.টি.পি শেখাচ্ছেন ? গ্রাফিক ডিজাইন ও ডিটিপি কি একই বিষয়? যদি তাই না হয় তা হলে কেন প্রতারণা করছেন? তবে কি আজ দেশ শিক্ষা ব্যবসায়ীদের দখলে?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.