আমাদের কথা খুঁজে নিন

   

বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘ভেরি গ্রাফিক’

এর পাশাপাশি ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলে গ্রাফিক মেলা। মেলায় অংশ নেয় কমিক বই, অ্যানিমেশন, আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ব্যক্তি। মেলার বিশেষ আকর্ষণ ছিল শিশু ও শিল্পীদের জন্য ড্রয়িং কর্মশালা।
কর্মশালা পরিচালনা করেন সব্যসাচী মিস্ত্রী, যুক্তরাজ্যের কার্টুনিস্ট কেরি ফ্রান্সম্যান ও যুক্তরাষ্ট্রের কার্টুনিস্ট স্টিভেন হ্যারিস।
এ বিষয়ে বেঙ্গল আর্ট লাউঞ্জের মাহজাবিন হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে যোগাযোগ, কর্মশালার মাধ্যমে কার্টুনের প্রতি আগ্রহ তৈরি এবং শিল্পকর্ম প্রদর্শনীর উদ্দেশ্যে এই মেলা।


মেলায় অংশ নেয় কমিক প্রকাশনা প্রতিষ্ঠান উন্মাদ, ঢাকা কমিক্স, জামিল কমিক্স ও মাইটি পাঞ্চ। তারা মিলিতভাবে একটি স্টল নিয়ে বসেছিলেন। যেটার পরিচালনার দায়িত্বে ছিলেন উন্মাদ পত্রিকার সহকারী উন্মাদক মাকামে মাহমুদ।
মাহমুদ বলেন, “মেলায় উন্মাদের প্রথম সংখ্যার বিশেষ সংস্করণ প্রদর্শন করা হয়েছে। কয়েকটি নতুন কমিক সিরিজ প্রকাশ হয়েছে।

প্রদর্শনী ও মেলা দেখতে আসা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। ”
“হট্টিটি প্রকাশনী ছড়াভিত্তিক শিশুতোষ প্রকাশনা নিয়ে সাজায় তাদের স্টল” বললেন, এই প্রতিষ্ঠানের প্রতিনিধি মইনুল হোসেন।
বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদি হক বলেন, “প্রকাশনার প্রচলিত ধারায় কমিক প্রকাশের জন্য নানান প্রতিবন্ধকতার সম্মুখিন হচ্ছেন অনেকেই। সেই দিক থেকে মেলায় অংশ নেওয়া বা আয়োজন করাটা সুবিধাজনক। ”
দর্শক হিসেবে দেখা মেলে মেলায় রম্য ও কিশোর পত্রিকা সম্পাদনার সঙ্গে জড়িত সিমু নাসেরের সঙ্গে।

এমন উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।

মেলা শেষ হলেও ‘ভেরি গ্রাফিক : দ্য আর্ট অফ স্টোরিটেলিং ইন গ্রাফিক ডিটেইল’ প্রদর্শনী চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
রফিকুন নবী, শিশির ভট্টাচার্য, সৈয়দ রাশেদ ইমাম তন্ময়, সব্যসাচী মিস্ত্রী, মেহেদি হক, ইস্তেলা কাজী ইমাম, আনিকা মারিয়াম আহেমদ, কেরি ফ্রান্সম্যান, স্টিভেন হ্যারিস, সালজার রহমান, নুহাশ হুমায়ন, আসিফুর রহমান, রিও শুভ, ফরিদুর রহমান রাজীব এবং জিশান খানের শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে।
ছবি সূত্র : বেঙ্গল আর্ট লাউঞ্জের ফেইসবুক পেইজ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.