আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার ব্যবসা - ১: যে ভাবে শুরু করতে পারেন

oracle.samu@googlemail.com

ভূমিকা : এই ব্লগে প্রায়ই শেয়ার বাজার নিয়ে কিছু পোস্ট আসে, সেগুল পড়া আর টুকটাক ২-১ টা কমেন্ট করাই ছিল আমার কাজ। আজ হটাৎ করেই এক জনের মেইল পেলাম। শেয়ার বাজার সম্পর্কে জানতে চান-শিখতে চান। সম্ভবত আমার কোন কমেন্ট পড়েই ওনার জানার আগ্রহ হয়েছে........ আমার অভিগ্যাতা খুব বেশি দিনের নয় মাত্র ২ বছরের। নেট ঘেটে আর বিভিন্ন ব্লগ/ পত্রিকা পড়েই শিখেছি এই বাজারের নিয়ম-কানুন।

প্রসেসটা কষ্টসাদ্ধ ৬ মাস লেগেছিল অ,আ, ক, খ শিখতে আর রিসোর্সের সল্পতা ত ছিলই। আমাদের শেয়ার বাজারের মূল সমস্যা হল প্রচুর অজ্ঞ বিনিয়োগকারীর উপস্থিতি, এখানকার ৮০ ভাল লোক শিক্ষিত হলেও তাদের কত জন শেয়ার ও শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান রাখে বা জ্ঞান লাভের চেষ্টা করে তা এক আল্লাহই জানে। এদের বিনিয়োগের ভাব-সাব দেখে মনে হয় না কেউ জানার বা শেখার চেষ্টা করে। এই শিক্ষিত (!) লোকজন গুলর জন্যই মার্কেটের বেহাল দশা নিয়ম-নীতির ধার না ধেরে আমাদের মার্কেট তাই উঠা-নামা করে গুজব আর হুজুগের উপর। তাই ভাবলাম এক জনকে না জানিয়ে না শিখিয়ে বরং আমার সীমিত জ্ঞান সবার সাথেই শেয়ার করি।

আর এতে যদি কারো নূন্যতম কোন উপকার হয় তবে ক্ষতি কি ? এটা ত আর কেজি ওয়ান-টু র কোন পাঠ না যে শেয়ার করলেই ক্লাসের অন্য কেউ ফার্স্ট হয়ে যাবে তাহলে শুরু করা যাক - ১। যে ভাবে শুরু করতে পারেন- প্রথমেই শেয়ার বাজারের প্রচলিত টার্মসগুল শিখুন - Earning Per Share (EPS): earning of each share unit of a company. Suppose company A's net earning (total earning -tax - operation cons ) is 100 TK and total number of share is 10. Thus the EPS= 100 TK/10 = 10 TK শেয়ার প্রতি আয় - ধরুন কম্পানি ক এর নিট বাৎসরিক আয় ১০০ টাকা এবং মোট শেয়ারের পরিমান ১০ টি । সুতরাং শেয়ার প্রতি আয় হল ১০ টাকা । এটা যত বেশি হবে সেই শেয়ার তত বেশি লাভ দেবে। Net Asset Value (NAV): Asset (such as matchings, buildings, land, deposit money ) value of each share. If company A has 100 share and its net total asset value is 10,000TK then NAV= 10,000TK/100 = 100TK শেয়ার প্রতি নিট সম্পদ - ধরুন কম্পানি ক এর নিট সম্পদ ১০০০ টাকা এবং মোট শেয়ারের পরিমান ১০ টি ।

সুতরাং শেয়ার প্রতি নিট সম্পদ হল ১০০ টাকা । এটা যত বেশি হবে সেই শেয়ার তত ভাল এবং এর দাম ও বেশি হবে। Price Earning Ratio (P/E): Ration of earning with price. Suppose company A's EPS is 20TK and its current price is 600TK thus P/E= 600TK / 20TK =30। দাম ও আয়ের অনুপাত -ধরুন কম্পানি ক এর শেয়ার প্রতি আয় ১০ টাকা এবং মার্কেটে চলতি মূল্য ১৪০ টাকা । সুতরাং দাম ও আয়ের অনুপাত হল ১৪ ।

এটা যত বেশি হবে সেই শেয়ারে বিনিয়োগ করা তত খারাপ। সাধারনত এটা ১৬-২০ ক্রস করলে সেই শেয়ারকে ঝুকিপূর্ন ভাবা হয়। শেয়ার কেনার সময় এই অনুপান যত কম হয় ততই ভাল। Face value : Inertial price of a share. - শেয়ারের প্রাথমিক মূল্য Market value: Current price of a share. - চলতি বাজার মূল্য The authorized capital of a company (sometimes referred to as the authorized share capital or the nominal capital) is the maximum amount of share capital that the company is authorized by its constitutional documents to issue to shareholders. Part of the authorized capital can (and frequently does) remain un-issued. -- কোন কম্পানির সর্বোচ্চ সম্পদের পরিমান (আপার লিমিট)। Paid-Up Capital: The total amount of shareholder capital that has been paid in full by shareholders. -- শেয়ারের প্রাথমিক মূল্য অনুযায়ি সকল শেয়ারের মোট মূল্য outstanding capital : The number of shares of capital stock that have been issued and that are in public hands. Outstanding stock excludes shares issued but subsequently repurchased by the issuer as Treasury stock. Outstanding stock is used in the calculation of book value per share and earnings per share. Also called shares outstanding, stock outstanding. --> শেয়ারের প্রাথমিক মূল্য অনুযায়ি জনসাধারনের হাতে থাকা সকল শেয়ারের মোট মূল্য।

source: http://www.dseinvestor.tk (এই গ্রুপে আরো কিছু আছে উৎসাহীরা মেমবার হতে পারেন, তবে অনেক দিন ধরে এটা ইনেকটিভ শেখার পাবলিক নাই ,আমি বেশ কিছু জিনিস এখান থেকে শিখেছি) ব্যবসা বানিজ্য সম্পর্কিত পত্রিকা, ডিএসইর নিউজ পড়ুন - শেয়ার বাজারে থাকা কম্পানিগুলর খোজ-খবর এখানেই পাবেন। আর যারা সেকেন্ডারি মার্কেটে যাবেন তারা বিনিয়োগ করার পুর্বেই বাজার স্টাডি করুন এবং আপনার স্কিল কতটা হলা তা যাচাই করুন- এই প্রসেসটার নাম ভার্চুয়াল ট্রেডিং মানে কাগজে-কলমে কেনা কাটা প্রথমেই মনে মনে ধরুন আপনার কাছে ১,০০,০০০ টাকা আছে । এবার আপনার পছন্দের শেয়ার গুল কিনুন (ভার্চুয়ালি) । লাভ হলে বেচুন আর লস হলে বাচার উপায় খুজুন। এই ভাবে ৩-৪ মাস ভার্চুয়াল ট্রেডিং করলেই আপনি বুঝতে পারবেন আসল মার্কেটে আপনার অবস্থা কেমন হবে।

এখন অনেকেই প্রশ্ন করবেন - ১। কোন শেয়ার কেনা উচিত তা কী ভাবে বুঝব ? ২। আর কতটুকু পরিমানেই বা কিনব ? জানার জন্য চোখ রাখুন আগামী পোস্টে ......ভাল থাকবেন। শেয়ার-বাজার বিষয়ক সব পোস্ট একত্রে পেতে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.