কিছুদিন থেকে খেয়াল করছি লন্ডনে মৌলবাদ নিয়ে কবিরা নগ্ন গালি-গালাজের আশ্রয় নিচ্ছেন। ফলে, মৌলবাদ বিষয়ক জনগুরুত্বপূর্ণ বিষয়টি নোংরা হয়ে উঠেছে- যা খুবই দুঃখজনক।
ফরিদ আহমেদ রেজা নিয়ে বিতর্ক তৈরি হযেছে। তবে তা শালীনভাবে হওয়া উচিত ছিল। তারই বংশের একজনের গান মৌসুমী ভৌমিকের সুবাদে পরিচিত হই।
আমি নিজে গান গাই তাই তার কিছু গান নিয়ে রেওয়াজ করি। খুবই সুন্দর গানের কথাগুলো। এর্ই মধ্যে জানতে পারি মজিরউদ্দিনের বংশধর হচ্ছেন ফরিদ আহমদ রেজা । যিনি মৌলবাদী সংগঠনের সঙ্গে জড়িত ও জামাত রাজনীতির উচ্চপদস্থ ছিলেন। এরই মধ্যে লন্ডনের প্রগতিশীল কবিদের কাছ থেকে জানতে পারি একাত্তরে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।
তারই ভাই আহমদ ময়েজের কোন লেখার সঙ্গে আমি পরিচিত নই। তার সম্পর্কে বিশেষ কিছু জানিনা। তার কথা আশেপাশের কেউ বলেননি। কথা হচ্ছে ভাইয়ের বিতর্কিত বিষয় নিয়ে আহমদ ময়েজকে জড়ানো কি ঠিক? কেননা এই বিষয়ে বুদ্ধি বিচার খাটানো, তথ্য প্রমাণের প্রয়োজন। গালি-গালাজ কোন সুস্থ পদ্ধতি হতে পারে না।
মৌলবাদকে কাজের মাধ্যমে প্রত্যাখ্যান করুন।
সবার মাঝে ভাল বুদ্ধির উদয় হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।