জীবনের মাঝ পথে এসে দাড়িঁয়েছি যখন আমি;
বুঝলাম তখনি, সবটুকু ভূল ছিল, যে টুকু আমি জানি।
জীবনকে ভেবেছি এক উজ্জ্বল চঞ্চলা নন্দিনী ,
বুঝেছি এখনি, এ যে শুধুই দুঃখ ভরা এক কল্লোলিনী।
জীবনের প্রতি শ্রোতে হারায় স্বপন,
না পারি করতে কিছু, ছল ছল লোচন।
বিধাতার মন বুঝা বড়ই দুস্কর,
কখনো রঙ্গিন স্বপ্ন দেখায়, আবার করে দেয় ধূসর।
স্রোতের কাছে বিজিত হয় ঢেউয়ের স্বপন,
নিয়তির বিজয়ে, ধ্বংসস্তুপে সৃষ্টি হয় মনের আপন ভূবন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।