আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড় কান্দে

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

পাহাড় কান্দে (গঙ্গারামমূরক, বাঘাইছড়ি, ১০ মার্চ ২০১০) পাহাড়ের ভাজেঁ উপত্যাকা মাঝে জনপদ জ্বলে সভ্যতা জ্বলে জ্বলে শস্য আবাদ বসতি ঘরবাড়ী জ্বলে গঙ্গারামমূরক জ্বলে বাঘাইছড়ি। মানুষ কান্দে পাহাড় কান্দে কান্দে মানবতা কান্দে অনন্ত নিরবধি কান্দে ভয়ার্ত শিশু সদ্য বিধবা বধুঁ রক্ত-জলে গড়ে তারা নতুন নদী। পাহাড়ী বাঙ্গালী সবাই এদেশী খেলোয়াড় রেফারী দেশী ও বিদেশী অন্তরালে বসি হাসে হায়নার হাসি অদৃশ্য নাটাই হাতে বাজায় বিষের বাঁশী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।