আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা মেডিকেলের অস্ত্রোপচার কক্ষে হঠাৎ মলমূত্র



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) অস্ত্রোপচার কক্ষে গতকাল শনিবার সকালে হঠাত্ ময়লায় সয়লাব হয়ে যায়। এতে ঘণ্টাখানেক রোগীর অস্ত্রোপচার বন্ধ থাকে। বর্জ্য নিষ্কাশন নলের ভূগর্ভস্থ অংশ বন্ধ হয়ে যাওয়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়। হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচার ভবনের তৃতীয় তলায় প্লাস্টিক সার্জারি অস্ত্রোপচার কক্ষে রোগীর অস্ত্রোপচার শুরু করেন। হঠাৎ বর্জ্য নিষ্কাশন নল দিয়ে আসা মলমূত্রে অস্ত্রোপচার কক্ষের মেঝে ভেসে যায়।

চিকিৎসকেরা একটি রোগীর অস্ত্রোপচার শেষ করে দ্রুত বাইরে এসে অবস্থান নেন। এরপর ঘণ্টাখানেক অস্ত্রোপচার বন্ধ থাকে। পরে পাশের কক্ষে রোগীদের অস্ত্রোপচার করা শুরু হয়। একজন চিকিৎসক বলেন, সাত-আট দিন ধরে ময়লা পানিতে প্লাস্টিক সার্জারি অস্ত্রোপচার কক্ষে নল দিয়ে বর্জ্য আসছিল। কিন্তু চিকিৎসক ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এর উত্স বা কারণ খুঁজে পাননি।

গতকাল হঠাৎ অবস্থার চরম অবনতি ঘটে। জানতে চাওয়া হলে ডিএমসিএইচের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক বলেন, বর্জ্য নিষ্কাশন নলের ভূগর্ভস্থ অংশ বন্ধ হয়ে যাওয়ায় ওই পাইপ দিয়ে আসা ময়লা মেঝেতে উঠে আসে। গণপূর্ত কর্মীরা নিষ্কাশন নল পরিষ্কার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.