আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের করিমগঞ্জে আত্মগোপনে হারিছ চৌধুরী

সৈয়দ মুতনু

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এখন বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের করিমগঞ্জে বসবাস করছেন। তবে করিমগঞ্জ শহরতলীর ঐ বাড়িতে অনেকটা আত্মগোপনেই রয়েছেন তিনি। সম্প্রতি করিমগঞ্জ ঘুরে আসা হারিছ চৌধুরীর আত্মীয় এক পাথর ব্যাবসায়ী গতকাল এ প্রতিবেদকের সাথে আলাপকালে বিষয়টি জানান। ঐ পাথর ব্যাবসায়ীর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় হারিছ চৌধুরীর বাড়ীর অদুরে। ওয়ান ইলেভেনের আগে দেশ ছাড়া এ বিএনপি নেতা দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন।

তবে তিনি কবে দেশে ফিরবেন, এখন কোথায় রয়েছেন সেসব বিষয়ে তার পরিবারের সদস্যরাও এখন মুখ রাজি হননি। তারা দাবী করছেন, হারিছ চৌধুরীর সাথে তাদের কোন যোগাযোগ নেই। এমনকি তিনি কোন দেশে বসবাস করছেন সে বিষয়টিও তাদের অজানা। এ প্রতিবেদকের সাথে সম্প্রতি সর্বশেষ আলাপকালে হারিছ চৌধুরীর চাচাতো ভাই ও কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী গতকাল জানান, আমরা যতটুকু জানি, হারিছ চৌধুরী এখন আমেরিকাতে নেই। এখন কোন দেশে আছেন সে সম্পর্কে তার আপন ছোটভাই সহ আত্মীয় স্বজনরাও কিছু জানে না।

একটি সূত্রে জানা গেছে, এক এগারোর পরে হারিছ চৌধুরী ভারতের করিমগঞ্জের মামাবাড়িতেই বসবাস করতেন। সিলেটের সীমান্তঘেষা ভারতের করিমগঞ্জ শহরের মামা বাড়ি থেকে সীমান্ত পথে হারিছ চৌধুরীর কানাইঘাটের বাড়ির দুরত্ব মাত্র কয়েক কিলোমিটারের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.