যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ।।
তোমার হাতে রিনিক ঝিনিক অনেক খেলা
অনেক বেলা তোমার সাথে আষ্টে পৃষ্টে
বাঁধবো বলে, ইচ্ছে পুরের দোর খুলেছি;
ভোর ছুঁয়েছি অনেক রাত্রি নিদ্রাবিহীন;
সুর তুলেছি তানপুরাতে; বৃষ্টি জলে স্নান করেছি
চুল খুলেছি অথৈ জলে। তোমার সাথে পদ্মপত্রে
ভাসবো বলে তীর ছেড়েছি; শানকিতে এক
গ্রীষ্ম নিয়ে বসন্ত'তে ঝড় গুনেছি।
তোমার সাথে বুক পুকুরে অঢেল সাঁতার
কাটবো বলে দুখ ছুঁয়েছি; সুখ গুলোকে
আচ্ছামত কড়িকাঠে ফাঁস ঝুলিয়ে
খুব কেঁদেছি; খুব বেসেছি অনেক ভালো
তোমার জলে নামবো বলে পদ্মা মেঘনা
সব ভুলেছি। সব গিয়েছে কোন চুলোতে?
কে রাখে খোঁজ? তোমার ধূপে জ্বলবো বলে
ঘোর কলিতে কৃষ্ণ কৃষ্ণ জপ করেছি।
অনেক বিকেল তোমার পাশে চোরকাঁটাতে
বিঁধব বলে দুপুরগুলোর পাশ কেটেছি;
ঘাস পুঁতেছি আঙিনাতে ঝকঝকে যা ভীষন ছিলো
বৌচি খেলার; পাঁচটি ফড়িং খুন করেছি
তোমার টোপে গাঁথবো বলে; দুষ্টুমিকে
বাতাস হতে যত্নে খুলে তোমার খোঁপায়
ঠোঁট ছুয়েঁছি গহীন দ্বীপে...
শ্রাবণ নামা বৃষ্টি ছোঁয়া এক পৃথিবী
তোমার জন্য গাঙের তীরে উন্মনা কাল;
একটা ছেলে এমনি করে তোমার জন্য
অশ্রু ধোঁয়ায় বিরহ পোহায় জীবন জুড়ি...
জীবন জুড়ি...
১০/০৬/২০০৭
(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত
Stroking the Keys
by Alfred Gockel)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।