আমাদের কথা খুঁজে নিন

   

চোখের কোলাজ / সকাল অনন্ত



চোখ দেখি,চক্ষুও চোখের আঙিনায় মন আহা শরীর লুকায় । আকাশের নীলিমায় মেঘ, দেখি মাটি, মাটির লালিত্যে মানুষের সুষমা মানুষের শেষ আশ্রয়পীঠ । চোখের কোণের অশ্রজল বলে দ্যায় মানুষের ধু ধু দুঃখ বোধের গভীরতা । চোখের ঝিলিক বলে দ্যায় আনন্দধ্বনি,সজল রসবোধ । চোখে চোখ পড়লেই বুঝতে পারি নীল হিংসা,ঈর্ষার দীর্ঘ বাহু ভালবাসার অমল কোলাজ । মায়াময় প্রেমের নূপুর প্রজাপতি আলিঙ্গন । শরীর মন জুড়ে বুনো লাজের শঙ্খ বাজে বিনম্র সুরের মূর্চ্ছনা । চোখ আমার কাছের সখা ভালবাসা রুমঝুম লাবণ্য কুসুম,রঙ মাখা তিতলি । চোখের কাছাকাছি নিয়ত হেটেঁ যাই, প্রতি পার্বণ বসে থাকি আমার সঙ্গী করে,রুপম আশায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.