সুন্দর আগামীর প্রত্যাশায়......
নাইট রাইডার্সের নাটকীয় জয়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন ডেকান চার্জার্সের বিপক্ষে ১১ রানের জয় পেয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।
বলে- ব্যাটে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দলকে নাটকীয় জয় এনে দেন লংকান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬১ রানের ইনিংস গড়ে নাইট রাইডার্সরা। জবাবে তিন উইকেট হাতে থাকলেও ১৫০ এ থেমে যায় অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বাধীন ডেকান চার্জার্স।
মুম্বাইয়ের ড. ডি ওয়াই প্যাটেল স্পোর্টস অ্যাকাডেমিতে ১৬২ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে
সাবেক অসি উইকেটকিপার ব্যাটসম্যান গিলক্রিস্টের ঝড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই ৬১ তোলে ডেকান।
ষষ্ঠ ওভারে মুরালি কার্তিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন ভিভিএস লক্ষ্মণ (২২)। দলীয় ৯৯ রানে ফিরে যান অপর উদ্বোধনী ব্যাটসম্যান গিলক্রিস্ট। হজের বলে তিওয়ারির হাতে ধরা পড়ার আগে ৩৫ বলে ৫৪ রান করেন ডেকান অধিনায়ক, তিন চার ও তিন ছয়ের সাহায্যে।
তিন রান বাদেই ম্যাথুসের ক্যাচ বানিয়ে হার্শেল গিবসের (১৯) উইকেটটি তুলে নেন চার্ল ল্যাঙ্গেভেল্ট। এরপরেই খেলার নিয়ন্ত্রণ চলে যায় সৌরভের দলের হাতে।
ল্যাঙ্গেভেল্ট, ম্যাথুস ও কার্তিকের দুর্দান্ত বোলিংয়ে ডেকানের পরবর্তী ব্যাটসম্যানদের কেউই সুবিধা করতে পারেননি। সাইমন্ডস ৫, রোহিত শর্মা ১৩, অনিরুদ্ধ সিং ১৪ ও চামিন্দা ভাস ০ রানে ফিরে গেলে জয় হাত ফসকে বেরিয়ে যায় গিলক্রিস্টের।
ল্যাঙ্গেভেল্ট ২৬ রানে নেন দুই উইকেট । ম্যাথুস, কার্তিক, হজ ও ইশান্ত শর্মা নেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় গত আসরের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স।
প্রথম ওভারেই চামিন্দা ভাসের বলে সাজঘরে ফেরেন এবার কলকাতাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়া সৌরভ গাঙ্গুলী ও উদ্বোধনী ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। দলের রান তখন শূন্য।
পঞ্চম ওভারে আরপি সিংয়ের বলে ওঝার হাতে ক্যাচ তুলে দেন পূজারা (১০)। পরের ওভারে জাসকারান সিংয়ের বলে গিবসের হাতে ক্যাচ দিয়ে তার সঙ্গী হন অপর উদ্বোধনী ব্যাটসম্যান ব্রাড হজ (১৩)। এরপরই দলের হাল ধরেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও ওয়াইজ শাহ।
মাত্র ৩১ রানেই চার উইকেটের পতনের পর এই দুই ব্যাটসম্যান ১৩০ রানের অবিচ্ছিন্ন থেকে নির্ধারিত ২০ ওভারে দলীয় ইনিংসকে টেনে নেন ১৬১ রানে।
ম্যাথুস পাঁচ চার ও চারটি ছক্কার সাহায্যে ৪৬ বলে অপরাজিত ৬৫ রান করেন। সমান বলে শাহ ৫৮ রান করেন; তিন চার ও তিন ছয়ের মারে সাজান তার ইনিংস।
ডেকানের পক্ষে চামিন্দা ভাস ২২ রানে দুই উইকেট নেন। এছাড়া আরপি সিং ও জাসকারান সিং একটি করে উইকেট নেন।
ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।