আমাদের কথা খুঁজে নিন

   

রকিবুলের উদ্দেশ্যে খোলা চিঠি

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি

রকিবুল লারা কিংবা টেন্ডুলকার টাইপের কোন প্লেয়ার নন যে তার বিদায়ে আফসোস করতে হবে।তবে এটাও সবাই মানবেন যে বাংলাদেশ দলে কেউ কারো কাছ থেকে ঐ টাইপের পারফরম্যান্সও আশা করেন না।আজ যখন বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে ১ম টেস্ট খেলতে নামবে তখন ১ম একাদশের দিকে তাকালে অন্তত ৩-৪ জন প্লেয়ার দেখতে পাবো যারা টেস্ট লেভেলে খেলার উপযুক্ত না।অথচ হাতে অপশন কম থাকায় নির্বাচকরা তাদেরই বারবার সুযোগ দিচ্ছেন। রকিবুল,আপনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই ছোট মুখে একটা বড় কথা বলি-দেশ আপনাকে কি দিল সেটা বড় কথা নয়,আপনি দেশকে কি দিলেন সেটাই হচ্ছে বড় কথা। আপনারা তো দেশের দূত,তাই নন কি? ফিরে আসেন,দেশের ক্রিকেটে আপনার প্রয়োজন এখনও ফুরিয়ে যায় নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।