আমাদের কথা খুঁজে নিন

   

রকিবুলের অবসর ো আমাদের ক্রিকেট



উদীয়মান (তারকা) ক্রিকেটার রকিবুল হাসানের হঠাৎ করে অবসর এর ঘোষনায় শুধু আমি নই গোটা জাতি ই অবাক না হয়ে পারেনি।ধাপে ধাপে যখন বাংলাদেশের ক্রিকেট উন্নতি করছে তখন এ ধরনের ঘটনায় আমরা বিষ্মিত েসই সাথে উদ্বিগ্ন না হয়ে পারি না।ক্রিেকট টিম এবং পরিচালনা পরিষদ উভয়ের ই দায়ত্বশীল ভূমিকা ব্যতিত বাংলাদেশের ক্রিকেট কে স্ব-স্থানে ধরে রাখই কঠিন হয়ে পড়বে।টিম এর খেলোয়ারদের অন্তর্কোন্দল অথবা টিম ম্যনিজমেন্টের অ-ব্যবস্থাপনা,বাড়াবাড়ি, েস্বচ্ছাচারিতা িক্রেকটকে শেষ করে দিতে পারে।পাকিস্তান , জিম্বাবুয়ে, োয়েস্ট ইন্ডিজ ক্রকেটের করুন ইতিহাম আমাদের সামনে আেছ। ইতিহাসের শিক্ষা ভূেল গেলে কি পরিনতি হয় অন্তত বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তিদের তা মনে করিয়ে দেয়ার দরকার নেই।যত দ্রুত সম্ভব ক্রিকেট সংশ্লিস্টদের িনয়ে বাংলাদেশ ক্রিকেটের অভ্যন্তরীণ সমস্যাগুলো চিন্হিত করে সমস্যার ধরণ বুঝে স্বল্প, মধ্য ো দীর্ঘ মেয়াদে তা সমাধানের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।