আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের ৯/১১’র ঘটনা ছিল ডাহা মিথ্যা : আহমাদিনেজাদ



ইরানের কট্টরপন্থি প্রেসিডেন্ট আহমাদিনেজাদ যুক্তরাষ্ট্রে ৯/১১ র (১১ সেপ্টেম্বরের) হামলাকে ‘ডাহা মিথ্যা’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধের অজুহাত হিসাবে যুক্তরাষ্ট্র ঐ হামলার বিষয়ে প্রচারণা চালাচ্ছে। শনিবার রাজধানী তেহরানে গোয়েন্দা মন্ত্রণালয়ের কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট দিনেজাদ এই মন্তব্য করেন। রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। এপি ও এএফপির খবরে বলা হয়, পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্য এবং ইরানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে তখন প্রেসিডেন্ট দিনেজাদ এই মন্তব্য প্রকাশ করলেন।

ইরান বলছে, তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণ নিজের স্বার্থে। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করে চলেছে যে, পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যেই তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পাশ্চাত্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার চেষ্টা চালাচ্ছে। প্রেসিডেন্ট আহমাদিনেজাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ইরান টিভির খবরে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যে হামলা হয়, তা ছিল গোয়েন্দাদের সাজানো নাটক। এর লক্ষ্য ছিল সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নামে বিভিন্ন স্থানে মার্কিন সামরিক হস্তক্ষেপ।

ঐ ঘটনার পরই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তানে অভিযান শুরু করে। ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্র ধ্বংস হয়। আহমাদিনেজাদ এলাকাটি পরিদর্শনে যাওয়ার অনুরোধ জানালে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে। তিনি জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে ২০০৭ সালে নিউইয়র্কে গেলেও ১১ সেপ্টেম্বর হামলার স্থানটি পরিদর্শনের সুযোগ পাননি। বরং জাতিসংঘে ভাষণ দেয়ার সময় প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বিশ্ববাণিজ্য কেন্দ্রে হামলার ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনার শিকার হন।

ইরানী টিভিকে প্রেসিডেন্ট দিনেজাদ বলেন, বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলায় প্রায় ৩ হাজার লোক নিহত হয়। কিন্তু যুক্তরাষ্ট্র নিহত ব্যক্তিদের নাম প্রকাশ করলো না কেন? The Daily Ittefaq 2010/03/08/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.