আমাদের কথা খুঁজে নিন

   

কলিগের জন্ম তারিখ ক্যালেন্ডারে না থাকলেও জন্ম ঠিকই হইছে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

মেট্রিক, এইচএসসি, গ্রাজুয়েশন সব পেড়িয়ে চাকুরী বয়সও পনের। কলিগের দরকার পড়লো সার্টিফিকেট ইংরেজী করার। স্কুল থেকে ফর্ম ফিলাপ করে বোর্ডে জমা দিতেই ক্লাক জানালো, অসম্ভব! আপনার জন্ম হতে পারে না। কলিগের মাথায় আকাশ ভেঙে পড়ে। আপনার সামনে দাড়ানো আমি, আর বলছেন জন্ম হতে পারে না। এ কেমন কথা? ক্লার্ক মহাব্যস্ত। বলে, বেশী তং কইরেন না, এই এপ্লিকেশন আমি রাখতে পারমু না, আমার চাকুরী চলে যাবে। কলিগ মেট্রিকের বাংলা অরিজিনাল সার্টিফিকেট দেখায়। জন্ম তারিখ দেখায়, এই যে দেখুন সার্টিফিকেটে এই ডেট আছে। ক্লার্ক বলে, কি আজিব রে বাপ, এপ্রিল মাসে ৩১ তারিখটাই তো নাই, আপনার জন্ম হয় কিভাবে? কলিগ বলে, তারিখ থাক বা না থাক, আমার কি দোষ? সার্টিফিকেটে যেহেতু আছে, আমার ঐ ডেটই তো জন্মতারিখ হবে, নাকি?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.