আমাদের কথা খুঁজে নিন

   

সংসদে গালিগালাজঃ শুরুটা করল কে?

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম

সম্প্রতি মহান জাতীয় সংসদে ততোধিক মহান (!) সংসদ সদস্যদের একে অপরের প্রতি গালিগালাজ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া নিয়ে মিডিয়া এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এই অধিবেশনে প্রতিদিন প্রধান বিরোধী দল বিএনপি সংসদে যায়, আর কিছুক্ষণ পর বিভিন্ন ইস্যুতে একে অপরের প্রয়াত এবং বর্তমান নেতা নেত্রীদের নিয়ে লজ্জাজনক কাদা ছোড়াছুড়ি করে ওয়াকআউট করে। কিন্তু আমার প্রশ্ন- এই অধিবেশনে নোংরা ও অশালীন তর্কবিতর্ক শুরু করল কে? অনেকে আমার সাথে একমত হবেন যে, এই বিতর্কের শুরু করেছেন মাননীয় সংসদ নেতা শেখ হাসিনা নিজেই। কেননা, বিরোধী দল সংসদে ফেরার আগেই তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ কবরে থাকা নিয়ে সংসদে অপ্রাসঙ্গিক বক্তব্য দেন। স্বভাবতই, সরকারী দলের বাকী নেতারা দলীয় নেত্রীর এই বক্তব্যটি লুফে নেন এবং বাঁশের চেয়ে কঞ্চি বড় নীতিতে সংসদে প্রতিদিন বিএনপির এই প্রয়াত নেতা এবং বর্তমান নেতানেত্রী সম্পর্কে বিষোদগার করাকে ফরয মনে করে উঠে পড়ে লেগেছেন। এদিকে ক্ষমতা হারিয়ে মাত্র ৩০/৩২টি সিট নিয়ে বর্তমান বিরোধী দল বিএনপি এমনিতেই দিশেহারা, তার উপর তাদের নেতানেত্রী সম্পর্কে এরকম কুৎসা তাদের জন্য কাটা ঘায়ে নুনের ছিটার মত লাগছে। তাই বিএনপির এই অল্প কয়েকজন সংসদ সদস্যই সরকারী দলের ঢিলের জবাবে পাটকেল দেয়াকে প্রথম এবং প্রধান কাজ হিসেবে ধরে নিয়েছেন। পনের কোটি মানুষের কথা বলার জন্য, দেশের উন্নয়নের জন্য যে সব নেতা নেত্রীদের আমরা ভোট দিয়ে সংসদে পাঠাই, যার প্রতিটি মিনিটের জন্য রাষ্ট্রের কোষাগার থেকে অজস্র টাকা ব্যয় হয়, সেই দেশের সংসদে অধিবেশনের নামে যেসব অশালীন তর্কবিতর্ক হচ্ছে, তার জন্য যারা দায়ী তাদের কোনদিন বিচার হবে কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.