আমাদের কথা খুঁজে নিন

   

পাগলী (আমার দিদি...)

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই...

তোর খেয়াল-খুশি-অভিমানে, কালচে তারা'র লালচে গানে সুর মেলানো সেই পাখিটা হারায় তোর সুখে... তোর অবহেলার বিকেলগুলো, 'নোনা-সুখ'-এর সপ্ন মেখে, আলসেমি আর দুষ্টুমিতে লুকায় তোর বুকে। তবু যে তোর দিন কাটেনা রাত আসেনা ঘুম জাগেনা অন্ধকারে ছন্দ মেলায় না তোর কবিতা।। তোর রাতের আলোয় সপ্ন বোনা দিনের কালোয় কষ্ট গোনা অভিমানের স্পষ্ট সুরে তোর গাওয়া সেই গান- তোর চোখের জলের শিশিরে ভিজে আলতো হাতের স্পর্শে নেচে তোর বুকেরই গভীর মায়ায় ভোর খুঁজে পায় প্রাণ। তবু যে তোর দিন কাটেনা রাত আসেনা ঘুম জাগেনা অন্ধকারে ছন্দ মেলায় না তোর কবিতা।। তুই বাষ্পায়িত ঝাপসা চোখে, থাকিস চেয়ে আকাশ-পানে অপেক্ষায় আর অভিমানে, নিশ্চুপ, একা....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।