আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ভর্তির বিষয়ে



ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ভর্তির বিষয়ে গত ৭ ফেব্রুয়ারী জাতীয় একটি দৈনিকে ে"আমি কি উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাব না"? শিরোনামে একটি চিঠি পড়লাম। চিঠিটি লিখেছেন মবাশ্বের উদ্দিন আহমদ নামের এক শারীরিক প্রতিবন্ধী। ভাগ্যের কী নির্মম পরিহাস তিনি পোলিওতে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধিতার শিকার হন। বহু চিকিৎসা করেও আরোগ্য লাভ করতে পারেননি। ক্রাচে ভর দিয়ে চলেন।

তিনি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। ক্রাচ ছাড়া তার এক মুহূর্ত চলাফেরা করার সাধ্য নেই। তার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোটা রয়েছে। অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তির ভর্তি পরীক্ষায় অপ্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা করে চান্স পেতে হবে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শারীরিক প্রতিবন্ধী (হুইল চেয়ার পারসন, ক্রাচ ব্যবহারকারী) প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাও খুব দুরূহ ব্যাপার।

কারণ, সেখানে র‌্যাম না থাকায় হুইল চেয়ার ওঠানামা করা অসম্ভব। আমি চিঠিটি পড়ে মর্মাহত হয়েছি। মাত্র ৪ ভাগ প্রতিবন্ধী ব্যক্তি আমাদের দেশে প্রাথমিক শিক্ষার সুযোগ পাচ্ছেন। এই ৪ ভাগের মধ্যে অধিকাংশ প্রতিবন্ধী ব্যক্তি সুযোগ ও অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করা থেকে অকালে ঝরে যান। সাধারণত প্রতিবন্ধী ব্যক্তিদের ৫ ভাগে ভাগ করা হয়ে থাকে শারীরিক, দৃষ্টি, বাক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী।

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন। তারা সমাজে অবহেলিত। তাই দেশের শিক্ষিত মেধাবী প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের ভর্তপরীক্ষায় কোটা বাস্তবায়নের ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধদের সঙ্গে শারীরিক প্রতিবন্ধীদেরও সুযোগ দেয়া পয়োজন। কারণ, আমরা ইতিহাস থেকে অবগত যে, হেলেন কেলার বহুমুখি প্রতিবন্ধকতার শিকার হওয়ার পরও প্রতিভার বিকাশ ঘটিয়েছে। ঠিক সেইরূপ বর্তমানে বিশ্বের খ্যাতিমান বিজ্ঞানী স্টিফেন হকিং হুইল চেয়ারে বসেই গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের ১ কোটি ৪০ লাখ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তির মধ্যেও হয়তো লুকিয়ে থাকতে পারে হেলেন কেলার, স্টিফেন হকিং, লুই ব্রেইল ও বেটোভিনের মত প্রতিভাবান ব্যক্তি। তাই পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় এবং যথাযথ কর্তিপক্ষের কাছে বিনীত আবেদন এইযে ভর্তির ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মতো শারীরিক প্রতিবন্ধীদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.