বাসে, লঞ্চে, দোকানে এমনকি তথাকথিত চেইন শপ গুলতে আজকাল হিন্দি গানের জোয়ার বইছে। আরেক দিকে কিছু সাধু মানুশ (?) অনেক নাম নিয়ে বাংলা গান কপি করে তাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে। আমরা এগুল খুব সহজে digital Bangladesh এর সৌজন্যে হাতের নাগালে পেয়ে যাচ্ছি। আমদের ইতিহ্য তাহ্লে কোথাএ যাচ্ছে? এত কষ্ট করে আমাদের দেশের শিল্পিরা গান লিখে, সুর করে কাদের জন্য গাইবেন? আমাদের পৃষ্ঠপোষকতা ছারা এটা কখন সম্ভব?
বাংলা গান শুনব এবং বাংলাকে আরো কাছে টেনে নেব, এমন দিন আর বেশি দূরে নয় যেদিন হিন্দি গানের আগ্রাসন থেকে নিজেকে এবং দেশকে বাচাঁতে পারব। এই প্রত্যয় নিয়ে আমাদের প্রিয় ব্যান্ড দুরবীন তাদের নতুন ওয়েব সাইট খুলেছে। এই ওয়েব সাইটের বিশেষ সুবিধা হল এখানে দুরবীনের সব গুলো গান অনলাইনে শুনা যাবে। কিছু গান ডাউনলোডের অপশন ও আছে। http://www.durbinbd.com/
আর আমদের FM রেডিও তে মাঝে মাঝে ই হিন্দি গান বাজান হয়!! আপনারা কি তা জানেন? জানলেই বা কি করতেন তাই না? যেমন আমি এইখানে লিখলাম.।। আর কি করলাম?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।