আমাদের কথা খুঁজে নিন

   

পরমানু বিদ্যুৎ প্রকল্প অর্থায়ন এর এক আজাইরা বুদ্ধি

অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি

আমাদের দেশে বিদ্যুৎ এর অভাব আজকের না , কিন্তু কোন সরকার এই ঝামেলার ব্যাপারে ঠিকমত ভাবছে কিংবা কাজ করেছে কি না সন্দেহ। যে সরকারই যখন ক্ষমতায় এসেছে এবং বিদ্যুৎ এর ব্যাপারে কিছু করছে তখন তাদের মাথার অন্যতম ভাবনার বিষয় ছিল তাদের নিজেদের স্বার্থ অতএব যা হবার তাই আমরা আম জনতা লোডশেডিং এর মতো দুর্বিপাকে নিয়মিতই হাবুডুবু খাই, খাচ্ছি এবং ভবিষ্যতেও খাইতে হবে যাই হোক আমাদের অবস্থা মানে চাহিদা এবং উৎপাদনের ফারাক এখন এমন পর্যায়ে গিয়েছে যে বর্তমানে ২ - ৩টা বড় আকারের বিদ্যুত প্রক্ল্পের বিকল্প নাই । কিন্তু ঝামেলা ঐখানেও কারন আমাদের হাতে তেমন কোন রিসোর্স যেমন: গ্যাস বা কয়লা নেই যা দিয়ে ১টা বড় আকারের বিদ্যুত প্রক্ল্পের জ্বালানী চাহিদা মেটানো যায় , এছাড়া তাতে পরিবেশ দূষনের ব্যাপারও আছে । বর্তমান সরকার অবশ্য ভারত থেকে বিদ্যুৎ আমদানী করে চাহিদা মেটাতে চাচ্ছে যার জন্য আমাদের বেশ ভালো অংক পরিশোধ করতে হবে । তাছাড়া যদি ভবিষ্যতে অন্য সরকার আসলে যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ হয় তাহলে আমরা বিদ্যুৎ পাব কি না তার কোন নিশ্চয়তা নাই।

যাই হোক প্যাচাল বাদ দিয়া আসল কাহিনী আমাদের এই মুহুর্তে একটা পরমানু বিদ্যুত কেন্দ্র দরকার। আর একটা পরমানু বিদ্যুত প্রকল্পের ব্যয় ৬ - ৭ হাজার কোটি টাকা । এই টাকা কি সরকার যোগাড় করতে পারবে??? এই টাকা যোগাড়ের জন্য বিশ্বব্যাংক বা আইএমফের দানবীয় শর্তের লোনের কি কোন বিকল্প নাই???? এখন অন্য একটা হিসাব দেখি , দেশে মোবাইল ফোন ইউজার প্রায় ৫ কোটি , এবং আমরা প্রতি ১ টাকায় ১৫ পয়সা হারে ভ্যাট দিয়ে থাকি । ধরলাম প্রতিদিন ৪ কোটি গ্রাহক তাদের মোবাইলে গড়ে ১৫ টাকা খরচ করেন (৪ কোটি * ১৫) = ৬০ কোটি টাকা এখান থেকে সরকার ভ্যাট পাচ্ছে (৬০ কোটি * ১৫%) = ৯ কোটি টাকা :-* এখন যদি ১৫ পয়সা ভ্যাটের সাথে বিদ্যুত প্রকল্পের জন্য আরও ৫ পয়সা লেভি হিসাবে নেয়া হয় তাহলে সরকার প্রতিদিন লেভি বাবদ কত পাবে দেখা যাক (৬০ কোটি * ৫%) = ৩ কোটি টাকা মানে বছরে (৩৬৫*৩) = ১০৯৫ কোটি টাকা এক্ষেত্রে আমাদের ভ্যাটের সাথে ৫ যোগ করে মোট দিতে হবে ২০ পয়সা। অর্থাৎ যেখানে এখন আমরা ১০ টাকা খরচ করে দেই ১১.৫০ টাকা লেভি সহ আমরা দিব ১২ টাকা ।

যা আমার মনে হয় না মোবাইল ব্যবহারকারীদের খুব একটা ঝামেলায় ফেলবে। এই লেভিটা ব্যবহার করে সরকার ৫-৬ বছরের মধ্যে একটা পরমানু বিদ্যুত প্রকল্পের টাকা পেয়ে যাবে যদি তারা চুরি চামারির চিন্তা বাদ দেয় / / । তারপরে লেভি তুলে নিলেই হবে। তবে এই ক্ষেত্রে জনগনকে বুঝতে হবে যে টাকা হাওয়া থেকে আসে না। সরকার জনগনেরই অংশ।

জাতীয় স্বার্থে কিছুটা ত্যাগ তো করা দরকার, আর এটা তো ত্যাগ না, নিজেদের প্রয়োজনেই অর্থ প্রদান কারন এই বিদ্যুত উৎপাদন হলে তা আমরাই ব্যবহার করবো। বিদ্র : এটা একটা আজাইড়া বুদ্ধি যা মাথায় আসছে লোডশেডিং এ মশা মারতে মারতে অতএব এর অ্যাকুরেসির কোন নিশ্চয়তা নাই । পোষ্টে ভুলের ছড়াছড়ি থাকাটা খুব সাধারণ ব্যাপার তা সবাইকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখার এবং নিজ নিজ মন্তব্য প্রদানের অনুরোধ রইল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.