ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়
দেশের বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী। কিন্তু কেউ নেই তাঁর কবরের পাশে দাঁড়ানোর। তাকে স্মরণ করার জন্য তার পরিবারের কেউ নেই। না তার স্ত্রী, না তার ছেলে,না মেয়ে। স্ত্রী এখন তুরস্কে, ছেলে-মেয়ে আমেরিকায়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করার জন্য কতকিছু করা হয়, কিন্তু নিজের একান্ত আপনজনের জন্য কিছুই করা হয়না! রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করার জন্য কয়েকবছর আগে থেকেই প্রস্তুতি নেয়া হয়, কিন্তু নিজের স্বামীর মৃত্যুবার্ষিকীর খবর মনে নেই। এমনকি ছেলে-মেয়েও খবর রাখেনি পিতার মৃত্যুবার্ষিকীর। তাই এখন কেউ নেই দেশে। কেউ নেই তার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করার।
এ ধরনের সন্তান ও পরিবারের সদস্যেদের জন্যই হয়তো মা দিবস ও বাবা দিবস ইত্যাদী ঘোষণা করা হয়েছে!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।