দু:খজনক, হতাশাজনক, নোংড়া, এবং জনগণের সাথে চরম বেয়াদবী। সংসদের অধিবেশনগুলোকে আমি এর চেয়ে ভালো কিছু বলতে পারি না। জনগণের নির্বাচিত সংসদ সদস্যদের পক্ষে এটা কি করে সম্ভব যে তারা দিনের পর দিন জনগণের টাকায় ওখানে বসে বসে জনগণের নেতাদের সম্পর্কে গালিগালাজ এবং যা-তা বলে যাবেন? এর জন্যই কি ওনারা নির্বাচিত হয়েছেন? বলতে পারেন , কতক্ষন এই সংসদে জনগণের জন্য কথা হয়েছে? সমস্ত কথা , আলোচনা, সময়ক্ষেপন শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য – তা সরকারী বা বিরোধী যে দলই হোক না কেন। সমস্যার সাগরে হাবুডুবু খাওয়া সাধারণ মানুষের জন্য এ এক ভয়ানক তামাশা।
একজন বলেছিলেন , আমাদের সংসদ দেখলে বোঝা যায় আমরা বানর থেকে এসেছি, আবার বানরে ফিরে যাচ্ছি।
খারাপ বলেন নি, কি বলেন?
আরেকজন বললেন, সংসদের এই সঙদের নিয়ে একটি সার্কাস পার্টি গড়ে তোলা হোক। সেটাও করা যায় যদি বর্তমান প্রবনতা বজায় থাকে।
তাই আসুন আমরা সবাই সংসদকে বয়কট করি।
সংসদের খবর দেখা ও পড়া বাদ দেই।
সীমিত পরিসরে হলেও আমরা আমাদের প্রতিবাদ তুলে ধরি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।