আমাদের কথা খুঁজে নিন

   

সংসদকে অকার্যকর করতে কে উদ্যোগ নিচ্ছে?

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

সরকারী দল বসবে স্পিকারের ডানে আর বিরোধীদল বামে--এটাই রেওয়াজ, সংসদীয় গনতন্ত্রের--অন্তত: বাংলাদেশ, যুক্তরাজ্য ও ভারতে। আজকের সংবাদ শিরোনাম: "সংসদে বামের সামনের সারির ৩টি আসন রেখে বাকীগুলো সরকারী দলকে দেবার উদ্যোগ নিয়েছেন মাননীয় স্পিকার" আমার প্রশ্ন: ১। সরকারী সাংসদদের এমনকি কোন কাজ আছে যা পেছনের সারি থেকে করা যায়না? ২। সংসদের এমন কোন গুনগত বা অবস্থাগত পরিবর্তন হয়েছে কি যার জন্য আরো বেশী সংখ্যক সরকারী সাংসদের প্রথম সারিতে বসতে হবে? ৩। নব নির্বাচিত সরকারী দলীয় সাংসদদের সামাজিক অবস্থানের এমন কোন হেরফের হয়েছে কি যে পেছনের সারিতে বসলে তারা অপমানিত বোধ করবেন? ৪। ২০০১ এর সংসদে আওয়ামী লীগকে কি প্রস্তাব দেয়া হয়েছিল যে তারা ৬/৭টি আসন (আনুপাতিক হারে) রেখে সামনের সারির বাকী আসনগুলো সরকারী দলকে দিয়ে দিক? ৫। প্রথম সারির আসনে বসতে না পারলে সরকারী সাংসদরা কি দলে দলে পদত্যাগ করবে যার ফলে সরকার পতনের সম্ভাবনা দেখা দেবে? ওপরের প্রশ্নগুলোর উত্তর যদি নেতিবাচক হয় তা হ'লে এতদিনের রীতিটি বদলানো কি প্রয়োজন আছে আদৌ? স্পিকারের এই পদক্ষেপে বিরোধী দলের সংসদ বর্জনের সম্ভাবনা কি শতভাগ নয়? সংসদকে অকার্যকর করার প্রথম পদক্ষেপটি তাহ'লে কারা নিচ্ছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.