আমাদের কথা খুঁজে নিন

   

জানা প্রয়োজন ভেষজের নানাগুন (লবঙ্গ এবং পাতিলেবু)

আমার কোনো ঘর নাই আছে শুধু ঘরেরদিকে যাওয়া ...। May Allah bless you with Barakat, Magfirat and Najat during the Holy Ramadan

আমরা আমাদের দৈনন্দিন খাবারের প্রয়োজনে অনেক রকমের ভেষন ভক্ষন করে থাকি কিন্তু আমরা কি জানি ঐসব ভেষজ আমাদের শরীরের কি কাজে লাগতে পারে? তাহলে জেনে নেওয়া যাক আজকে দুইটি ভেষজ ফলের উপকারিতা সম্পর্কে। লবঙ্গ সাধারণত রান্নার সময় অনেকে ফোড়নে ব্যবহার করে থাকেন। গরম মসলার মধ্যেও লবঙ্গ থাকে। তা রান্নার স্বাদ বাড়িয়ে দেয়।

এছাড়া আমাদের শরীরের ক্ষেত্রে ভীষণ ফলদায়ী। প্রথমত লবঙ্গঃ যেমন - লবঙ্গ কফ-কাশি দূর করে। - পানির পিপাসা পেলে বা বুকে অস্বস্তি হলে লবঙ্গ খাওয়া দরকার। তাতে করে পিপাসা ও মেটে এবং শরীরের ফূর্তি নিয়ে আসে। - হজমে লবঙ্গ সহায়তা করে এবং ক্ষিদে বাড়ায়।

- পেটের কৃমি নাশ করে দেয়। - লবঙ্গ পিষে মিশ্রি বা মধুর সঙ্গে খাওয়া ভীষণ ভালো। এতে রক্তে শ্বেত রক্ত কণিকার পরিমাণ বাড়ে। - এটা অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করে। হাঁপানির মাত্রা কমিয়ে দেয়।

- চন্দনের গুঁড়োর সঙ্গে লবঙ্গ পিষে লাগালে ত্বকের যে কোনো সমস্যা দূর হয়ে যায়। - দাঁতের ক্ষেত্রে লবঙ্গ ভীষণ ভালো ওষুধ। দাঁতে ব্যাথা হলে লবঙ্গ মুখে রাখলে ব্যাথা কমে যায়। - মুখে দুর্গন্ধ থাকলে তা দূর কের এই লবঙ্গ। - মুখে ছালা গলে পানের মতো পেয়ারা পাতা সাথে একটু লবঙ্গ চিবিয়ে খান, কিছুদিন পরে দেখবেন ছালা কমে গেছে।

দ্বিতীয়ত পাতিলেবুঃ আমাদের অনেকের মাঝে এই রোগের লক্ষণটি লক্ষনীয়। প্রায় মানুষের মাঝে কম বেশি শ্বাস কষ্টে ভুগার আলামত দেখা যায়। এই হাঁপানি থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন আপনি। জেনে নিই তাহলে এই পাতিলেবুর ব্যবহারিক উপকারিতা। - হাঁপানি সংক্রমণ থেকে মুক্তি পেতে পানির মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে খাওয়ার পর খান।

- প্রতিদিন খাওয়ার পরে এক গ্লাস লেবুর শরবত খান, হাঁপানি প্রকোপ কমে যাবে। - এছাড়াও সকাল-সন্ধ্যা দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেলে এই হাঁপানি থেকে মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ সবাই কে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.