আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়ায় মাছবৃষ্টি!



অস্ট্রেলিয়ার এক মরুশহরে হঠাত্ করেই মাছবৃষ্টির ঘটনা ঘটেছে। ছোট ছোট অসংখ্য জলজ্যান্ত মাছ আকাশ থেকে ঝড়ে পড়ে। উত্তরাঞ্চলীয় শহর লাজামানুতে এই বিরল ‘মাছবৃষ্টি’র ঘটনা ঘটেছে। অদ্ভুত আর অপ্রত্যাশিত এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতভম্ব হয়ে গেছেন। কেউ কেউ এটাকে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস মনে করে ভয়ও পেয়েছেন।

গতকাল মঙ্গলবার ডেইলি টেলিগ্রাফ এ খবর জানিয়েছে। লাজামানু শহরের ৩২৬ মাইল দূরে একটি নদী রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, ওই নদীর ওপর দিয়ে প্রচণ্ড শক্তিশালী কোনো ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় ঘূর্ণাবর্তের সঙ্গে পানিসহ মাছও উঠে এসেছিল। সেগুলোই শক্তিশালী ঝোড়ো বাতাসে ভেসে ওই এলাকায় এসে পড়েছে। অস্ট্রেলিয়ান ব্যুরো অব মেটেরোলজির আবহাওয়া-বিশেষজ্ঞ মার্ক কার্সেমেকারস বলেছেন, ঘূর্ণাবর্ত চুম্বকের মতো একনিমেষে মাছগুলোকে নদী থেকে ৪০ থেকে ৫০ হাজার ফুট ওপরে তুলে ফেলতে পারে।

ঘূর্ণিঝড়ের সঙ্গে সেগুলো হাওয়ায় উড়ে এ এলাকায় এসে পড়েছে। গত ৩০ বছরে এ নিয়ে অস্ট্রেলিয়ায় তৃতীয়বারের মতো মাছবৃষ্টি হলো। এর আগে সর্বশেষ ২০০৪ সালে এবং এর আগে ১৯৭৪ সালে সেখানে একই ধরনের ঘটনা ঘটেছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.