শনিবার অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের ১৫০টি আসনের মধ্যে লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন জিতেছে ৮৮টি আসনে আর পরাজিত লেবার পার্টি ৫৭টিতে।
অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন নিজস্ব ওয়েবসাইটে নির্বাচনের এ ফলাফল নিশ্চিত করেছে।
অন্য আসনগুলোর মধ্যে তিনটি ছোট দল তিনটি আসন পেয়েছে আর বাকি দুইটি আসনের ফলাফল এখনো নির্ধারিত হয়নি।
নির্বাচনে জয় পাওয়ার পর ভাবী প্রধানমন্ত্রী সাবেক মুষ্ঠিযোদ্ধা, রোডস স্কলার ও শিক্ষানবিস যাজক অ্যাবোট রাজনৈতিক স্থিতিশীলতা, করা হ্রাস ও সাগর পথে শরণার্থী আগমণ ঠেকানোর ঘোষণা দিয়েছেন।
উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে অ্যাবোট বলেন, “আজ থেকে অস্ট্রেলিয়া নতুন ব্যবস্থাপনায় চলবে এবং ব্যবসার জন্য অস্ট্রেলিয়া উন্মুক্ত।
“
লেবার পার্টির নেতা বিদায়ী প্রধানমন্ত্রী কেভিন রাড পরাজয় স্বীকার করে জয়ী অ্যাবোটকে অভিনন্দন জানিয়েছেন। নিজ আসনে জিতলেও লেবার পার্টির নেতৃত্বে না থাকার ঘোষণা দিয়েছেন রাড।
গত সংসদে লেবার পার্টির আসন ছিলো ৭১টি আর লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের ৭২টি। স্বতন্ত্র ও গ্রিনদের সমর্থন নিয়ে তখন সরকার গঠন করেছিলো সংখ্যালঘু লেবার পার্টি।
এই নির্বাচনের একটি উল্লেখযোগ্য বিষয় ছিল বিশ্বজুড়ে আলোচিত ওয়েবসাইট উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের প্রতিদ্বন্দ্বিতা।
তিনি ভিক্টোরিয়া রাজ্য থেকে সিনেটের একটি আসনের প্রার্থী ছিলেন। কিন্তু লন্ডনের ইকুয়েডর দূতাবাসে প্রায় বন্দী জীবনযাপন করতে বাধ্য হওয়া অ্যাসাঞ্জ নির্বাচনের জিততে পারেননি।
এই আসনে জয় পেয়েছেন অস্ট্রেলিয়ান মটোরিং এনথুসিয়াস্ট পার্টির প্রার্থী রিক মুরি।
অস্ট্রেলিয়ার ১ কোটি ৪০ লাখ নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত। নিবন্ধিতদের জন্য ভোট দেয়া বাধ্যতামূলক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।