আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়ায় মদের বোতলে হিন্দু দেবদেবি !


অস্ট্রেলিয়ার মদের বোতলে হিন্দু দেবতা গণেশ ও লক্ষ্মীর ছবি লাগানোয় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের হিন্দুরা। খবর দি টেলিগ্রাফের। সম্প্রতি অস্ট্রেলিয়াতে ব্রিওয়েরি নামের একটি বিয়ার বাজারজাতকারী কোম্পানি তাদের বোতলে হিন্দু দেবদেবী ছবির যুক্ত করে। বিষয়টি সেখানে বসবাসকারী হিন্দু জনগোষ্ঠী ভালো ভাবে মেনে নিতে পারেনি। তারা একে হিন্দু ধর্মের ওপর আক্রমণ হিসেবে দেখছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সামাজিক সংগঠন এর প্রতিবাদ করে প্রথমে। ইউনিভার্সাল সোসাইটি অব হিন্দুস নামের ওই সংগঠন মদের বোতল থেকে দেবদেবির ছবি সরানোর দাবি জানায়। তারা বলেন ব্যবসায়ীক লোভে দেবদেবীর পবিত্র ছবি বিয়ার বোতলে লাগানো উচিত নয়। সংগঠনের সভাপতি রাজন জেড বলেন, ভগবান গণেশ ও ভগবতী লক্ষ্মী ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের হিন্দু ধর্মাবলম্বীর কাছে গভীর শ্রদ্ধা ভক্তিতে মন্দিরে ও বাসগৃহে পূজিত হয়ে থাকেন। শ্রদ্ধা ভক্তির এমন দর্শনকে মদের বোতলে দেখানো কারো কাছে গ্রহণ যোগ্য হতে পারে না।

ইন্ডিয়ান-অস্ট্রেলিয়ান এসোসিয়েশনের নিউ সাউথ ওয়েলস শাখা ঘটনাটিকে নোংরা এবং হিন্দু ধর্মকে সস্তা হিসেবে চিত্রিত করেছে বলে উল্লেখ করে। তারা বলেন, যদি মদের বোতল থেকে ছবি না সরানো হয়, তবে ব্রুকভেল ইউনিয়নের ব্রিওয়েরির বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেবো। এদিকে ব্রুকভেল ইউনিয়ন ব্রিওয়েরি বলেছে, তারা মদের বোতল থেকে দেবদেবী ছবি পরিবর্তন করার কথা বিবেচনা করবে। তারা দেবদেবীর ছবি কারো ধর্ম বিশ্বাসকে অপমান করার উদেশ্যেব্যবহার করেনি বলে উল্লেখ করে। বিয়ার পানে এশিয়ান ফ্লেবার পাওয়া যাবে, আর এশিয়ার বৃহত্তম ধর্ম হিন্দুইজম এমনটা ভেবেই দেবদবির ছবি লাগানো হয়েছে।

কোম্পানির অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.