আমাদের কথা খুঁজে নিন

   

ছাগী সম্রাজ্ঞী নিলুফার মণি, মুক্তিযুদ্ধ নিয়ে না জেনে মাইক বাজাতে আসলে থাবড়া খাবি! এমন থাবড়া যে মইরাও বাঁচতে পারবিনা।

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার মণি "তৃতীয় মাত্রায় " বলেছেন - মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ, নাকি ৩ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তা নিয়ে তার প্রশ্ন আছে, ১টা শূণ্য নাকি ভুল করে বেশি হয়ে গেছে! তিনি আরও বলেছেন, "ঝড়ে বক মরেছে তাই দেশ স্বাধীন হয়েছে, এখানে কারও কৃতিত্ব নাই। " তিনি রাষ্ট বিজ্ঞানের ছাত্রী হিসেবে জেনেছেন বঙ্গবন্ধু ৭ই মাচর্ ভাষন শেষে "পাকিস্তান জিন্দাবাদ" বলেছেন এবং ২৫ শে মার্চ সেচ্ছায় আত্বসমর্পন করেছেন।

" মাহমুদুর রহমান নাকি বিশাল মহান শাহবাগ হল বিশাল ভেজাল। আমি এভাবে ভাবিনা, কিন্তু মাঝে মাঝে মনে হয়, মহিলা মানুষ এর আসলেই ঘর কন্যাই দেখা উচিৎ। বাইরে বের হলে অন্তত গলার জোড়ে সব কিছু উল্টেপাল্টে পরিবেশ দুষিত করতে দেখা যাবেনা! ছাগী সম্প্রদায়ের রানী নিলু(ডাই)পার মনি, আপনাকে বলি, আপনি যদি না জানেন, পড়াশোনা করেন। তারপরে কথা বলতে আসে। মুক্তিযুদ্ধকে অবমাননার জন্যে আপনাকে কেন দোষী সাব্যস্ত করে ব্যাবস্থা নেওয়া হবেনা সেটি আমরা ভালোই জানি।

ভোটের রাজনীতি, পাবলিক সিম্প্যাথির আশায় আছে আমাদের সো কলড সরকার। তবে শুধু একটাই কথা বলার আছে, বাংলাদেশ এর জবাব দিবে। ঘটে মাল কম থাকার পরেও যে সাংসদ হয়েছেন তার কৃতিত্ব যতটা না আপনার ভয়াবহ কণ্ঠস্বর বা গেলমান কাজুমকে ভাষা সৈনিক ভাবা, তার থেকেও বেশী ওই নারী হয়ে সংরক্ষিত আসনটা বাগিয়ে নেবার বিষয় আর কি। আমি নারী বিদ্বেষী নই মোটেই, বরং তাদের অনেক শ্রদ্ধা করি, কিন্তু এই ধরনের কিছু ঘোষেটি বেগম ছড়িয়ে আছে, যারা গলাবাজিতে ওস্তাদ কিন্তু যোগ্যতায় ঠনঠন। যেই মুক্তিযুদ্ধ নিয়ে এতটুকু বাজে কথা বলবে, শ্রদ্ধা না, সে অশ্রদ্ধার পাত্রই হবে এবং প্রতিশোধও নেওয়া হবে তার উপরে।

আপনার জ্ঞানহীনমস্তিষ্কের এমন ঘৃণ্য রুপ হলে কি হবে, জনতারও প্রতিশোধ এর একটা সুন্দর পথ রয়েছে, পেয়ে যাবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।