আমাদের কথা খুঁজে নিন

   

ছাগী - একটা হাদীস (হাসতেই আছি)

রাজা

মুনাফিক * মুনাফিক হচ্ছে সেই ছাগীর ন্যায়, যেটি গর্ভধারণ করার উদ্দেশ্যে ছাগলের বিভিন্ন পালে ছোটাছুটি করে বেড়ায়। (মুসলিম) এখন প্রশ্ন হইল কেডা কারে ছাগু কয়? মূল লেখাটা এইখানে মুমিন মুনাফিকের পরিচয় মুমিন * মুমিনরা প্রকৃতিগতভাবে সরল-সোজা এবং ভদ্র মেজাজের হয়ে থাকে। অপর দিকে পাপী ও কাফেররা ধুর্ত এবং নীচ স্বভাববিশিষ্ট হয়ে থাকে। (বুখারি) * মুমিন ব্যক্তি সহজ-সরল ও ভদ্র প্রকৃতির হলেও বোকা হয় না। এমন নয় যে, পদে পদে ধুর্তদের দ্বারা প্রতারিত হবে।

(বুখারি) * মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা এবং হাতের অনিষ্টকারিতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। মুমিন সেই ব্যক্তি, যাকে লোকেরা তাদের জান ও মালের ব্যাপারে অনিষ্টকর মনে না করে। (বাই হাকি) * কোনো সৎ কাজ করতে পারলে যদি মনে প্রফুল্লতা সৃষ্টি হয়, আর কোনো মন্দ কাজ করে ফেললে যদি মনের মধ্যে অনুশোচনা সৃষ্টি হয়, তবে বুঝতে হবে তুমি ঈমানদার। * জনৈক প্রশ্নকারী নিবেদন করলেন, ইয়া রাসুলুল্লাহ! গোনাহ কী? জবাবে তিনি বললেন, কোনো কাজ করতে গিয়ে যদি মনের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হয়, তাহলে মনে কর কাজটি পাপের; সেটি পরিত্যাগ করবে। (আহমদ) * তোমাদের মধ্যে সে পর্যন্ত কেউ পরিপুর্ণ মুমিন হতে পারবে না, যে পর্যন্ত সে তার মনের চাহিদাগুলোকে শরিয়তের অধীন করে নিতে না পারে (মেশকাত) * শপথ সেই সর্বশক্তিমানের, যার হাতে আমার জীবন, কোনো বান্দা সে পর্যন্ত পরিপুর্ণ ঈমানদার হতে পারে না, যে পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও তাই পছন্দ না করবে।

* আল্লাহর শপথ সে ব্যক্তি মুমিন বলে বিবেচিত হবে না, সে ব্যক্তি মুমিন বলে বিবেচিত হবে না, সে ব্যক্তি মুমিন বলে বিবেচিত হবে না। (তিনবার এরুপ বলার পর কোনো একজন জিজ্ঞেস করলেন) কার সম্পর্কে এই এরশাদ হচ্ছে? বললেন, যার অনাচার থেকে তার প্রতিবেশীরা নির্ভয় না থাকে (বুখারি) মুনাফিক * মুনাফিক হচ্ছে সেই ছাগীর ন্যায়, যেটি গর্ভধারণ করার উদ্দেশ্যে ছাগলের বিভিন্ন পালে ছোটাছুটি করে বেড়ায়। (মুসলিম) * মুনাফিকরা হয় প্রচন্ড স্বার্থান্বেষী। সুতরাং কারো কাছে সে বিশ্বাসযোগ্য হতে পারে না। পবিত্র কোরআনের ভাষায়, একবার এক দিকে, আর একবার অন্য দিকে যাতায়াত করে।

এই অভ্যাসটিকেই হাদিস শরীফে অস্হিরচিত্তের ছাগীর সঙ্গে তুলনা করা হয়েছে। * যে ব্যক্তির মধ্যে চারটি বদভ্যাসের সমন্বয় ঘটে, সে পাক্কা মুনাফিক। বদভ্যাসগুলোর মধ্যে যদি দু’একটি পাওয়া যায়, তাহলে সে ব্যক্তিকে পাক্কা মুনাফিক বলা না গেলেও মুনাফিকের আলামতগ্রস্ত বলা হবে। আলামত চারটি হচ্ছে- ১. তার কাছে কোনো আমানত রাখলে খেয়ানত করে। ২. বাক্যালাপে মিথ্যার আশ্রয় নেয়া।

৩. অঙ্গীকার করলে পুর্ণ করে না। ৪. ঝগড়া-বিবাদ হলে অশালীন ভাষা ব্যবহার করে। (বুখারি-মুসলিম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।