আমাদের কথা খুঁজে নিন

   

সামু ব্লগের ঈমানদার মুমিন দ্বীনি ও রাজাকার মুসল্মান ভাইদের কাছে আমার জিজ্ঞাসা ? ? ?

ব্লগের একজন সিরিয়াস পাঠক । । ।

১৫+ কোটি মানুষের এই দেশ, জায়গার তুলনায় মানুষের চাপ দিন দিন বাড়ছে। তাই সরকার আগে বিদেশ থেকে কনডম আনা বাদ দিয়ে দেশেই কনডম তৈরীতে মনযোগ দিয়েছেন ।ফ্যামিলী প্লানিং এর মাধ্যমে সারা দেশে সেবা বাবদ স্থানীয় ভাষায় মাগনা ফুটকা ও মায়া বড়ি সহ বিভিন্ন প্রকার সহায়তা প্রদান বাবদ কোটি কোটি টাকা ব্যয় করছেন । একটি বেসরকারী জরিপে দেখা গেছে অজ্ঞ ও নিরক্ষরদের মাযে বহু সন্তান জন্ম দেয়ার প্রবনতা, শুধু তাই নয় এক শ্রেণীর ধর্মভীরুরা মনে করে এই সব ফুটকা ও মায়াবড়ি ব্যাবহার করা পাপ । তাছাড়া আপনার পরিচিত কেঊ যদি ফ্যামিলী প্লানিং এ চাকরী করে থাকে তাহলে দেখবেন ওনার কম হলেও দেড় হালী সন্তান । যাই হোক ! এখন দেশের ও সামু ব্লগের ঈমানদার মুমিন দ্বীনি ও রাজাকার মুসল্মান ভাইদের কাছে আমার জিজ্ঞাসা কোরান ও সুন্নাহর মতে জন্ম নিয়ন্ত্রন জায়েজ কিনা ? হলে কোরান ও সুন্নাহর মতে জন্ম নিয়ন্ত্রনের কোন মাসালা কিংবা পদ্ধতি কিংবা এমন কোন সুরা আছে কি না যা পড়লে জন্ম নিয়ন্ত্রন সহজে পুন্যের সাথে করা যাবে ? রেফারেন্স সহ জানতে চাচ্ছি মসজিদে মসজিদে সরকারী বৃহদাকারে প্রচারের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.